কারা এটা ঘটিয়েছে, সিসিটিভি ভিডিও দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ।
Published : 19 Nov 2023, 09:12 PM
বিএনপির ডাকা হরতালের রাতে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
রোববার রাত ৯টা ৪০ এর দিকে পার্টি অফিসের পূর্ব দিকের গেইটে ওই বিস্ফোরণ ঘটে বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান।
আওয়ামী লগের এ কার্যালয়েই গত দুদিন ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজ চলছে। ফলে পার্টি অফিস দিনভর নেতাকর্মীদের পদচারণায় সরগরম থাকছে।
অন্যদিকে নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মত কর্মসূচি দিয়ে আসছে বিএনপি এবং সমমনা দলগুলো।
ককটেল বিস্ফোরণের পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকে যুবলীগের ১৩ নম্বর ওয়ার্ডে সদস্য রিয়াদুল হেসেনকে (৪০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
পল্টন থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখানে আছি। একজন আহত হয়েছে বলে খবর পেয়েছি।”
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা এটা করেছে বিষয়টি আমরা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর সাথ কথা বলে জানার চেষ্টা করছি।"