বিএনপির ‘অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে’ এই কর্মসূচি, বলেছেন ওবায়দুল কাদের।
Published : 29 Jul 2023, 05:59 PM
অবস্থান কর্মসূচি ডেকে বিএনপির ‘সন্ত্রাস চালানোর প্রতিবাদে’ বিক্ষোভের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে জরুরি সভার শুরুতেই এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আগামীকাল সারা দেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় প্রতিবাদ বিক্ষোভ করা হবে।”
নির্দলীয় সরকারের দাবিতে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল। এর পাল্টায় সেই স্থানগুলোতে যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অবস্থান নিয়ে ছিল।
পাল্টাপাল্টি কর্মসূচিতে কেন্দ্র করে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। মাতুয়াইলে অন্তত তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন ওবায়দুল কাদের। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকালে ঢাকয় দলের দুই শাখা এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের জরুরি বৈঠকে ডাকেন।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসীফ ইনান বৈঠকে অংশ নেন।