“তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে.. এটাই আজকে আমাদের লক্ষ্য”, বলেন বিএনপি নেতা।
Published : 11 Nov 2024, 05:27 PM
সরকার পতনকে আন্দোলনের ‘প্রথম ধাপ’ উল্লেখ করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তার মতে এটি ‘আন্দোলনের পরের ধাপ।’
সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদেরকে আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আয়োজন করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব।
বিএনপি নেতা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘ফ্যাসিস্টদের’ পতন হয়েছে, এটা আন্দোলনের প্রথম ধাপ। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া।”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় নিয়ে কোনো কথা বলছে না। শুরুর দিকে বিএনপি এই সরকারকে সময় দেওয়ার কথা বললেও এখন প্রায় প্রতিদিন দলটির জ্যেষ্ঠ নেতারা ভোট আয়োজনের দাবি জানিয়ে আসছেন। নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশের উন্নয়ন বা কোনো সমস্যার সমাধান সম্ভব না, এমন কথাও বলছেন তারা।
মঈন খান বলেন, তারা ক্ষমতায় গিয়ে তরুণ ছাত্র সমাজের দেখানো পথেই ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলবেন।
‘‘শুধুমাত্র ‘বন্দুকের জোরে’ ১৫টি বছর সবাইকে দমিয়ে রেখেছিল ‘স্বৈরশাসক’ হাসিনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শুধু ‘স্বৈরাচার’পরাজিত হয়নি, তারা কাপুরুষের মত পালিয়ে গেছেন।
“এখন এই তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে.. এটাই আজকে আমাদের লক্ষ্য।”
গণতন্ত্রকামী মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপি নেতা। বলেন, “আমাদের একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগের ‘দোসররা’ যেন এ সরকারকে কবজা করতে না পারে…তারা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। মুক্তিকামী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।”
অনুষ্ঠান স্থলে এসে আবদুল মঈন খান চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের খোঁজখবরও নেন।
ড্যাব সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব আব্দুস সালাম, চক্ষু বিজ্ঞানে ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী, চিকিৎসক জাকিয়া সুলতানা নীলাও এ সময় বক্তব্য রাখেন।