শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল 'আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪'।
Published : 16 Dec 2024, 01:50 PM
বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে স্মরণ করা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি।
সোমবার দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে মিলিত হন আন্দোলনের কর্মীরা।
শোভযাত্রার ব্যানারে লেখা ছিল 'আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪'। সামনের সারিতে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দ্বিতীয় সারিতে থাকা আন্দোলনের নারী কর্মীরা বহন করছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি।
'তোমার দেশ, আমার দেশ/ বাংলাদেশ, বাংলাদেশ', 'দিল্লি না ঢাকা/ ঢাকা ঢাকা'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় শোভাযাত্রা থেকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার উপস্থিত ছিলেন শোভাযাত্রায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ এ প্ল্যাটফর্মের ঢাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, "আওয়ামী ফ্যাসিস্টরা একাত্তরের মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধকে সার্বজনীন করতে সক্ষম হয়েছি। মুক্তিযুদ্ধ এখন সবার। একাত্তর এখন আর কোনো ফ্যাসিস্ট বা বাবার না।"
তিনি বলেন, "কোনো একটি সংগ্রামের মধ্য দিয়েই জাতির মুক্তি আসে না। ৭৫ সালে বাকশাল তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে কবর দেওয়া হয়েছিল। বিদেশি শক্তির আগ্রাসনের বিরোধিতা করে ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আমাদের অনেক মুক্তিযোদ্ধা বাকশালী শক্তির হাতে নিহত হন। তারা লড়াই করে গেছেন। আমরা তাদের উত্তরাধিকারী। এই লড়াই আমরা শেষ করব।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশীদ বলেন, “গুজরাটের কসাই মোদি আজ বলেছে, একাত্তর নাকি তাদের বিজয়। সে নিজে গণহত্যাকারী। দেশে আরেক গণহত্যাকারীকে জায়গা দিয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান, তারিকুল ইসলাম, দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান এ সময় উপস্থিত ছিলেন।