“অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।”
Published : 13 Dec 2023, 06:57 PM
বিজয় দিবসে শোভাযাত্রা করতে ঢাকা মহানগর পুলিশের অনুমতি চেয়েছে বিএনপি।
দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বুধবার ঢাকার পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দলীয় কর্মসূচি পালনে সহযোগিতা চান।
নিতাই রায় চৌধুরী পরে বলেন, “১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আমাদের পার্টি বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি৷ সেটা হচ্ছে, বর্ণাঢ্য র্যালি আমরা করতে চাই, পল্টন অফিস থেকে মগবাজার পর্যন্ত। এই বিজয় দিবসের র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের ওখানে এসেছি৷
“তবে তিনি না থাকায় অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করে নিয়েছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।”
পুলিশ অনুমতি না দিলে বিএনপি কী করবে জানতে চাইলে তিনি বলেন, "সেটা পরের কথা, সেরকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে। আমরা তো একা আইসা এক কথা বলতে পারব না।"
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, “র্যালি করার অনুমতি চেয়ে একটি চিঠি আমার কার্যালয়ে দিয়েছেন বিএনপির দুজন আইনজীবী।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপি দফায় দফায় হরতাল অবরোধ দিয়ে আসছে। এ বাইরে গত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে মানববন্ধনের কর্মসূচি ছিল তাদের। এবার বিজয় দিবসে তারা করতে চাইছে শোভযাত্রা।
এ ধরনের কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি নেওয়ার বিষয়টি নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, "এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়ত সময়ের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন হবে।
“তবে চলমান সময়ে এটাই হল আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগে।"