নতুন রাজনৈতিক দলটি আপাতত বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম চালাবে।
Published : 02 Mar 2025, 01:46 AM
অভ্যুত্থানের সামনের কাতারে থাকাদের নেতৃত্বে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজস্ব ঠিকানা খুঁজছে।
নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সন্ধান করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও।
কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সদ্য গঠিত এনসিপি আপাতত নাগরিক কমিটির কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম চালাবে।
নতুন দলের একাধিক নেতা বলেছেন, রাজধানীর বাংলা মোটরে রূপায়ন ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয় থেকে সাময়িক সময়ের জন্য দল পরিচালনা করা হলেও রাজধানীর মধ্যে তারা জোরেশোরে অফিস খুঁজছেন।
এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কার্যালয়ও এখন পর্যন্ত ঠিক হয়নি। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে অফিসের খোঁজ করা হচ্ছে।
সংগঠনটির নেতারা বলছেন, তারা বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়কে নিজেদের অফিস হিসেবে ব্যবহার করবেন না।
শনিবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের জন্য রাজধানীতে অফিস খোঁজার কাজ চলছে। তা না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম চলবে।
আর গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে জায়গা খোঁজা হচ্ছে।
তার ভাষ্য, সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস ব্যবহার করবে না।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের একাংশের নেতৃত্বে গঠিত এ ছাত্র সংগঠন।