সংসদ ভবনের এলডি হলেই সেদিন বেলা ১১টায় শুরু হবে দ্বিতীয় দিনের আলোচনা।
Published : 17 Apr 2025, 09:05 PM
পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত নিতে আগামী রোববার বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের মত আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় দিনের এই সূচি জানানো হয়।
এদিন সংসদ ভবনের এলডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলটির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আবু মো. মনিরুজ্জামান খান ছিলেন এই প্রতিনিধি দলে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে প্রথম দিনের আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
দুপুরে আলোচনার বিরতিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, “বিস্তারিত আলোচনা চলছে। সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি। তারপরে বিচার বিভাগ, নির্বাচন নিয়ে আলোচনা হবে। তারপরও আলোচনা চলমান রাখতে চাই, আজকে শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস।"
ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “আমরা আলোচনার টেবিলের দুই ধারে বসলেও আমরা দুই পক্ষ নই৷ গণতন্ত্রকে একটি স্থায়ী ভিত্তি দেওয়ার জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে আমরা একত্রে কাজ করছি।”
বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ২৩ মার্চ তাদের প্রস্তাব কমিশনে জমা দিয়েছে৷
“তার প্রেক্ষিতে আজ দলটির সাথে আলোচনায় বসে কমিশন৷ আগামী ২০ এপ্রিল সকাল ১১টায় বিএনপির সাথে দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হবে৷”
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।
কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সেদিন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের প্রথম বৈঠক হয়।
এরপর সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। ৩৪টি দল তাদের মতামত তুলে ধরে, যাদের সঙ্গে এখন আলাদা করে বৈঠক করছে কমিশন।
ইতোমধ্যে ১১টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন৷ আর বিএনপির সঙ্গে দ্বিতীয়দিনের আলোচনা চলবে রোববার।
পুরনো খবর
ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে 'বিভ্রান্ত' বিএনপি
সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়: বিএনপির নজরুল