শনিবার রাতে চট্টগ্রাম হালিশহরের শান্তিবাগ এলাকার বাসা থেকে নুরুল হুদাকে কোতয়ালি থানায় নেয় পুলিশ্ জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে ছেড়ে দেয়া হয়।
Published : 10 Nov 2024, 11:33 PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর ভাই নুরুল হুদাকে চট্টগ্রামে থানায় নিয়ে 'জিজ্ঞাসাবাদ' করার পর ছেড়ে দিয়েছে পুলিশ।
শনিবার রাতে চট্টগ্রাম হালিশহরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে নুরুল হুদাকে কোতয়ালি থানায় আনা হয়। রোববার তাকে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে।
পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওবায়দুল কাদের 'আত্মগোপনে' আছেন এমন সংবাদের ভিত্তিতে নুরুল হুদার বাসায় তল্লাশি চালায় কোতয়ালি থানা পুলিশ। আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জানতে ওসি ফজলুল কাদের চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
পরে মহানগর নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নুরুল হুদাকে কোতয়ালি থানায় আনা হয়েছিল। তাকে কিছু প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে।”
তবে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং নুরুল হুদা কী বলেছেন, সে বিষয়ে তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।
ওবায়দুল কাদের তার বাসায় অবস্থান করছেন, সে তথ্যে নুরুল হুদাকে আনা হয়েছিল কি না- এই প্রশ্নে কিছু ‘জানা নেই’ বলে মন্তব্য করেন তিনি।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দিন আগে থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান অজানা। তার ঘনিষ্ঠজনেরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
অগাস্টের শেষে আওয়ামী লীগ নেতার খোঁজে যশোরে অভিযানের গুঞ্জন উঠে। তবে সরকারের কোনো সংস্থার তরফে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। কোনো কোনো সংবাদ মাধ্যমে লেখা হয়েছে তিনি সীমান্ত পারি দিয়ে ভারতে চলে গেছেন। তবে এসব প্রতিবেদনের সূত্র সুনির্দিষ্ট নয়।