গত ৯ অগাস্ট অসুস্থ হয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Published : 10 Feb 2024, 05:05 PM
সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে ‘বঞ্চিত’ করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এভারকেয়ার হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ। তার মুক্তি ও উন্নত চিকিৎসার কথা আমরা বহুবার বলেছি।
‘‘কিন্তু এরা (সরকার) কতটা অমানবিক হতে পারে, কত মধ্যযুগীয় বর্বরতায় যেতে পারে- যিনি অসুস্থ রাজনৈতিক নেতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অবদান রয়েছে, এখন পর্যন্ত তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না।”
গত ৯ অগাস্ট অসুস্থ হয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন। গত কয়েকদিন ধরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিতিৎসা দেওয়া হচ্ছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)