“আওয়ামী লীগ পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে।”
Published : 20 Dec 2024, 08:22 PM
নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করার দাবি তুলেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, "আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা করব। আওয়ামী লীগ পুনর্বাসন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে।”
আওয়ামী লীগের 'পুনর্বাসন ষড়যন্ত্র, অপতৎপরতা ও আন্দোলনকারীদের গুপ্ত হত্যার' প্রতিবাদে এই কর্মসূচি ডাকে ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশে ইয়ামিন মোল্লা বলেন, "এই গণ-অভ্যুত্থান যারা করেছে, তাদের বিপ্লবের স্পিরিট বুঝতে হবে। আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচনে আওয়ামী লীগের আসার পথে তিনি কোনো বাঁধা দেখছেন না।”
বৃহস্পতিবার রংপুরে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদারের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, নির্বাচনে আওয়ামী লীগকে কোনো ‘সুযোগ দেওয়া হবে কি না?
তখন বদিউল আলম বলেন, “আমি তো কোনো বাধা দেখছি না। কোনো রকমের বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না।”
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইয়ামিন মোল্লা বলেন, “তিনি কি ভুলে গেছেন, এই নতুন বাংলাদেশ আনতে ছাত্রসমাজের রক্তদানের কথা? তার এই কথায় আমরা খুবই মর্মাহত।
“আমরা নির্বাচন কমিশন সংস্কারের প্রথম প্রস্তাব হিসেবে দেখতে চাই, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।"
অনেকে বিগত সরকারের বহিষ্কৃত কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি বলেন, "এ ধরনের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই।
“যারা আন্দোলনের পক্ষের হয়েও ভোটবিহীন নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন, তাদেরকেও আবার পরিশুদ্ধ হয়ে, নির্বাচিত হয়ে আসতে হবে।"
সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মশাল মিছিল করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
পুরনো খবর