“দেশের যা পরিস্থিতি তাতে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়ত তাদের (অন্তর্বর্তী সরকার) দুই বছরের মত সময় লাগতে পারে”, বলেন তিনি।
Published : 01 Nov 2024, 09:49 PM
বিএনপির তৃণমূলের কিছু নেতা-কর্মী ‘অতি উৎসাহী হয়ে বাড়াবাড়ি করছে’ মন্তব্য করে তাদেরকে সেনাশাসন ‘ডেকে না’ আনার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে দলটির সমাবেশে তিনি বলেন এই পরামর্শ দিয়েছেন।
আওয়ামী লীগ শাসনের পতনে ‘দখলদারি’ বন্ধ হয়নি ‘শুধু হাতবদল হয়েছে’ বলেও মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে নূর বলেন, “সেনা শাসন ডাইকা আইনেন না৷ কোথাকার আগুন কোথায় যায়, কোন ঘটনায় কী হয়, সেটি কিন্তু বলা যায় না৷ এই কথা পাবলিকালি আমরা বলতে চাই না৷ কিন্তু বলা ছাড়া তো গতি নাই৷
“বাড়াবাড়ি বন্ধ করুন৷ বিশেষ করে পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপির সাথে আমাদের রাজপথে আন্দোলন, সংগ্রামের একটা সম্পর্ক৷ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব ও সহনশীলতার সাথে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে৷ কিন্তু তৃণমূলের কিছু নেতা-কর্মীরা অতিউৎসাহী হয়ে উঠেছে৷ এ যুগপৎ আন্দোলন-সংগ্রামে যারা ছিল তাদের সাথেও তারা ঝামেলার সৃষ্টি করছে৷”
কোনো কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদের’ প্রতিধ্বনি শুনতে পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “পুরনো ‘ব্যর্থতার’ জঞ্জাল অপসারণে নতুন রাজনীতির কোনো বিকল্প নাই৷
“আওয়ামী লীগের ‘রক্তচক্ষুকে’ আমরা ভয় করি নাই, সুতরাং আমাদের ভয় দেখাবেন না৷ ‘ফ্যাসিবাদের’ পুনর্বাসনের সুযোগ করে দেবেন না৷ কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকেন, ‘আমরা একাই একশ, ক্ষমতায় চলে এসেছি’, এত সোজা না, ক্ষমতা বহু দূরে৷”
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে ‘যত সময় লাগে দেবেন’ বলেও জানান গণঅধিকার পরিষদের নেতা৷
তিনি বলেন, “দেশের যা পরিস্থিতি তাতে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং নির্বাচনে যেতে হয়ত তাদের দুই বছরের মত সময় লাগতে পারে৷ আমরা বলেছি, দুই বছর, এক বছর কিংবা তিন বছর লাগুক, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশের গন্তব্যে যেতে যে কয় বছর লাগে সে কয় বছর সময় দেব৷”
শেখ হাসিনার ‘অত্যাচার, নির্যাতন’ ১৬ বছর সহ্য করেছেন মন্তব্য করে নূর বলেন, “অন্তর্বর্তী সরকার এই ‘ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো’ বদলাতে দুই-এক বছর নিলে আমরা সহ্য করতে পারব।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারলে, মানুষের ভোগান্তি নিরসন করতে না পারলে ‘জনগণও ফুঁসে উঠতে পারে’ বলে অন্তর্বর্তী সরকারকেও সতর্ক করেন নূর। সব দল ও মানুষকে সঙ্গে নিয়ে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানও জানান তিনি৷
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নাহিদ ইসলামের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানও বক্তব্য রাখেন৷