“শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপবিহীন অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত হাস,” বিবৃতিতে বলেছেন দূতাবাসের মুখপাত্র।
Published : 22 Oct 2023, 11:24 PM
ঢাকায় বিএনপির সমাবেশের দিন রাস্তা বন্ধ হওয়া নিয়ে রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চেয়েছেন বলে যে বক্তব্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
রোববার রাতে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে বলেন, ওই বৈঠকে এমন কোনো আলোচনাই হয়নি।
তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকার রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি।
“শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপবিহীন অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত হাস।”
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আগামী শনিবার ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ‘সমাবেশ’কে কেন্দ্র করে রাজনৈতিক বাদানুবাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান পিটার হাস।
তাদের মধ্যে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান মন্ত্রী। তবে হাস এসব বিষয়ে কোনো কথা বলেননি।
কামাল বলেন, “বৈঠকে তিনি (হাস) জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।”
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা আসা তো সবারই প্রয়োজন, একটা রোগীর ঢাকা আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছু তো ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না।
“তারা (বিএনপির নেতাকর্মী) আসবে তারা যাবে, সেখানে আমরা কোনো বাধা দেব না কিংবা আমরা সেটার কোনো চিন্তাও করছি না। আমরা শুধু এটুকুই বলব, তারা যাতে কোনো ভায়োলেন্স লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তারা যাতে সচল রাখে। এটুকুই আমাদের রিকোয়েস্ট, সেটা আমরা তাকে জানিয়েও দিয়েছি।”
এসব বক্তব্য সংবাদমাধ্যমে আসার পর রাতে দূতাবাসের বক্তব্য এল।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আগামী ২৮ অক্টোবরের এ সমাবেশের ঘোষণা দেয় গত ১৮ অক্টোবর। কর্মসূচির ডাক দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেদিন থেকে তাদের আন্দোলনের ‘মহাযাত্রা’ হবে। তারা নয়া পল্টনে এ কর্মসূচি পালন করতে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে।
এরপর আওয়ামী লীগ নেতারাও বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। বিএনপির কর্মসূচির দিন জমায়েতের ঘোষণা এসেছে ক্ষমতাসীন দলের তরফেও। বলা হয়েছে, সেখানেও হবে ‘মহাযাত্রা’। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপি যদি সেদিন ঢাকায় অবরোধের মতো কর্মসূচি দেয়, তাহলে নিজেরাই অবরুদ্ধ হয়ে যাবেন।
২৮ অক্টোবর সড়ক বন্ধ? হাসের প্রশ্নে কামালের জবাব, ‘ওরা যেন সহিংসতা না করে’