“নারীর প্রতি সহিংসতা চরমে পৌঁছেছে। মব জাস্টিসের নামে লুটপাট চলছে। লুটেরা খুনিদের বিচার আজ সময়ের দাবি।”
Published : 22 Mar 2025, 07:50 PM
যারা বিভ্রান্তিকর বক্তব্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করছেন, তারা ‘পতিত ফ্যাসিস্টকেই’ সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “দেশে চাল ও তেলের দাম ক্রয়ক্ষমতার বাইরে। মানুষকে বাজারভীতি পেয়ে বসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ, তা বিভিন্ন জরিপ দেখলেই বোঝা যায়।
“নারীর প্রতি সহিংসতা চরমে পৌঁছেছে। মব জাস্টিসের নামে লুটপাট চলছে। লুটেরা খুনিদের বিচার আজ সময়ের দাবি। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর প্রতি সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনসহ নানা দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।
সমাবেশে জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন বলেন, “আন্দোলনের চেতনা ধারণ করতে না পারলে ভবিষ্যতে মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে। নারীরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আজ তাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের পাঁয়তারা চলছে।
“এগুলো বন্ধ করতে হবে। গাজায় মুসলমানদের ওপর যে নির্মম নির্যাতন চলছে, তা নিয়ে মানবাধিকার ও গণতন্ত্রের সবকদাতারা কথাই বলছে না। আমরা বিশ্ববাসীর কাছে ইসরায়েলের বিধ্বংসী নীতির প্রতিবাদ জানাতে আহ্বান জানাই।”
সমাবেশের পর একটি মিছিল বের হয়, যেটি পল্টন এলাকা হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাদের হাওলাদার, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন ও সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু।