“সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কি না সেটাও বিবেচনাধীন থাকবে,” বলেন তিনি।
Published : 16 Apr 2025, 08:11 PM
শাসন কাঠামোর মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, “আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও নির্বাচন বিষয়ে তাদের ফোকাস ছিল। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, আমাদের দলের গঠন পক্রিয়া, আদর্শ ইত্যাদি নিয়ে তাদের আগ্রহ ছিল।
“বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন- আমাদের এই তিনটা দাবির কথা আমরা তাদেরকে বলেছি।”
আগামী নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে দলের আহ্বায়ক বলেন, “ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার এবং রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এনসিপি কাজ করছে। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে কি না সেটাও বিবেচনাধীন থাকবে।
“আমরা এই তিনটি এজেন্ডা নিয়ে সারাদেশে কাজ করছি। বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে। সেখানে প্রশাসন নিশ্চুপ ভূমিকা রাখছে। প্রশাসন প্রধান দল বিএনপির পক্ষ অবলম্বন করছে।”
এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে সরকারকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করার আহ্বান জানান নাহিদ।
প্রধান রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। অন্যতম দল জামায়াতে ইসলামীও ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলীয় অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করেছি। কিন্তু নির্বাচনের আগে দৃশ্যমান বিচার, বিচারের রোডম্যাপ এবং সংস্কার ও জুলাই সনদ কার্যকর করতে হবে। এসব ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলার কোনো মানে নেই।”
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে কোনো স্পষ্ট আলাপ হয়নি। আমরা আমাদের দলীয় অবস্থান জানিয়েছি যে, বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনে অংশ গ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।”
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।