গ্রেপ্তার না দেখানোয় জামিন আবেদন করা যাচ্ছিল না, সে কারণে মির্জা আব্বাসের পক্ষ থেকেই এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
Published : 01 Feb 2024, 11:48 AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার পল্টন ও রমনা মডেল থানার নয় মামলায় গ্রেপ্তার দেখানো এবং জামিন শুনানির দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার।
এদিন দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতের আলাদা আলাদা এজলাসে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে এই নয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন দেওয়ার আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন।
পল্টন থানায় পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রমনা থানার চার মামলায় এই আবেদন করা হয়েছে।
অ্যাডভোকেট মহিউদ্দিন বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় কয়েক ডজন মামলা হয়। এর মধ্যে অন্তত ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়।
“তাকে গত ১ নভেম্বর এক মামলায় কারাগারে পাঠানো হয় এবং আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি নয়টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোয় তার জামিনের আবেদন শুনানি করা সম্ভব হচ্ছে না। এ কারণে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করা হয়েছে।”
গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
পুরনো খবর
দুর্নীতির মামলা: বুধবার মির্জা আব্বাসের রায় নয়, ফের যুক্তিতর্ক হবে