শুনানির দ্বিতীয় দিন ১০০ জনের আপিল শুনানি করা হয়।
Published : 11 Dec 2023, 05:48 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫১ জন।
এ নিয়ে দু'দিনের শুনানিতে ১০৭ জন ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলেন।
সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।
সোমবার শুনানির দ্বিতীয় দিন ১০০ জনের আপিল শুনানি করা হয়। তাদের মধ্যে আবেদন নামঞ্জুর হয়েছে ৪১টি। আটজনের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এর আগে রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয়। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়, চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।
রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।
প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের শেষ হয়েছে শনিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।
তারপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে ৭ জানুয়ারি।
দ্বিতীয় দিনের শুনানি শেষে যারা টিকলেন, বাদ পড়লেন