বিএনপির অবস্থানের পাল্টায় ‘সতর্ক পাহারায়’ আওয়ামী লীগ

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ, মীরপুর শাহ আলী মাজার, শাহবাগ ও ফার্মগেইটে চলছে ক্ষমতাসীন দলের এ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 06:43 AM
Updated : 11 Jan 2023, 06:43 AM

বিএনপির গণঅবস্থান কর্মসূচির পাল্টায় একই সময়ে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ‘সতর্ক পাহারায়’ থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মীরপুর শাহ আলী মাজারের পাশে মহানগর উত্তর আওয়ামী লীগ, শাহবাগে ছাত্রলীগ, শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, আর ফার্মগেইটে মহানগর উত্তর যুবলীগ নেতাকর্মীরা বুধবার সকাল থেকে সমাবেশ করছেন।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে কদিন ধরেই বলা হচ্ছে, বিএনপি ‘গণঅবস্থানের নামে সহিংসতা প্রতিরোধে’ এই ‘সতর্ক পাহারা ও সমাবেশ’। মহানগর আওয়ামী লীগের যে নেতারা সমাবেশে বক্তৃতা করছেন, তাদের বক্তব্যের লক্ষ্যবস্তুও বিএনপি। যে কোনো মূল্যে বিএনপিকে ‘ঠেকাতে চান’ বলে তারা বক্তব্য দিচ্ছেন।

অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেছে। মঞ্চের ব্যানারে লেখা ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবসের আলোচনা সভা’।

সচিবালয়ের সামনে ও স্টেডিয়ামের আশপাশে তারা বাস, পিকআপ রেখে মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হচ্ছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই অবস্থানের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যোগ দেবেন বঙ্গবন্ধু এভিনিউয়ের কর্মসূচিতে। সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগ উত্তরের সমাবেশে যোগ দিয়েছেন।

বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে শুরু করেন।  বিকাল ৩টা পর্যন্ত তাদের সেখানে অবস্থান করার কথা রয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে শাহবাগের এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

ছাত্রলীগ বলছে, এটি 'সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির প্রতিশব্দ বিএনপি-জামায়াতের অপতৎপরতা বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি'। 'হৈ হৈ রৈ রৈ ছাত্রদল গেলি কই', 'শিবিরের চামড়া তুলে নেব আমরা', 'জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়', বিএনপি-জামায়াতের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা', ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান অবস্থান কর্মসূচিতে বলেন, “বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের জীবন-মানকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করছে।

'বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশে পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আজকে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এসকল সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে জেগে উঠেছে। তরুণ শিক্ষার্থীরা আজ ঐক্যবদ্ধ যে, কোনোভাবেই আর অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া যাবে না।"