“তারা যদি ইচ্ছা পোষণ করেন, কমিশনে আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করব”, বলেন সিইসি।
Published : 04 Nov 2023, 03:44 PM
নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য ইসির ডাকে সাড়া দেয়নি সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার বিকাল সাড়ে ৩টায় ১৩টি দলের সঙ্গে ইসির আলোচনা শুরু হয়। সেখানে বিএনপিসহ নয়টি দল অংশ নেয়নি।
তবে এই দলগুলো চাইলে পরেও ইসি তাদের কথা শুনবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বৈঠকের শুরুতে তিনি বলেন, “আমরা কম সময় নিয়ে দাওয়াত দিয়েছি। তারপরও দ্রুততার কারণে কোনো দল অংশগ্রহণ না করে থাকে, তারা যদি ইচ্ছা পোষণ করে, কমিশনে আলাপ করে তাদের কথা শোনার চেষ্টা করব।”
সবার সঙ্গেই মতবিনিময় করতে চান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের বড়জোর দুমাস সময় আছে। আমাদের কিছু কাজ দ্রুততার সাথে করতে হবে। নির্বাচন বিষয়ে যে প্রস্তুতিগুলো গ্রহণ করেছি, তা আপনাদের অবহিত করা; কারণ রাজনৈতিক দলগুলোই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্তায় এবং নির্বাচনের প্রধান অংশীদার।”
সকালে আওয়ামী লীগসহ ১৩টি দলের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা, যদিও বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ২২টি দলকে।
বিকালেও নয়টি দল ইসির সঙ্গে ওই আলোচনায় অংশ নেয়নি। এগুলো হল- বিএনপি, জেএসডি, বাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাসদ।
অপরদিকে বিকালে আলোচনায় যোগ দিয়েছে- সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিএনএম, ইসলামিক ফ্রন্ট, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, জাতীয় পার্টি, বিকল্প ধারা, বাংলাদেশ ন্যাপ, জেপি, সংস্কৃতিক মুক্তিজোট, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি।
বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপে বিএনপিসহ কয়েকটি দল অংশ নেয়নি। সে কারণে বিএনপি ও সমমনা দল এবং সিপিবি, বাসদসহ সংলাপ বর্জন করা নয় দলকে গত মার্চে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছিল, তাতেও সাড়া দেয়নি দলগুলো।
ভোটের তফসিল ঘোষণার আগে আগে নির্বাচন কমিশন যখন দলগুলোর সঙ্গে এই আলোচনা করছে, তখন সংলাপ বর্জন করা বিএনপি ও সমমনা দলগুলো রাজপথে। তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালের মতোই হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে ফিরে গেছে এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।