শ্রাবণকে সরিয়ে রাশেদকে দায়িত্ব দিয়েছে বিএনপি।
Published : 09 Aug 2023, 07:18 PM
ভারপ্রাপ্ত সভাপতি হয় ছাত্রদলের কার্যালয়ে এলেন রাশেদ ইকবাল খান, নেতা-কর্মীরা মিছিলে, স্লোগানে স্বাগত জানাল তাকে।
সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে মঙ্গলবার সহযোগী সংগঠন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয় বিএনপি।
একদিন পর বুধবার সকালে নতুন পরিচয়ে নয়া পল্টনে বিএনপি ভবনে ছাত্রদলের কার্যালয়ে উপস্থিত হন রাশেদ।
তাকে স্বাগত জানাতে ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মী আগেই উপস্থিত হন নয়া পল্টনে।
রাশেদ উপস্থিত হওয়ার পর তারা স্লোগান তোলেন- ‘তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’; সেই সঙ্গে রাশেদের নামেও স্লোগান দেন।
নেতা-কর্মীদের উদ্দেশে রাশেদ ইকবাল বলেন, “আপনারা জানেন, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান একটি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে অভিনন্দন জানাই।”
তিনি বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি, এই সংগঠনের আমার মতো রাশেদ ইকবালসহ অসংখ্য রয়েছেন, যারা এই সংগঠনের নেতৃত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞা এবং যোগ্য।”
বর্তমানে সরকারবিরোধী যে আন্দোলন চলছে, তাতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রাশেদ বলেন, “সর্বোচ্চ শৃঙ্খলা ও সর্বোচ্চ ঐক্যের সাথে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে ছাত্রদলের সকলকে রাজপথে থাকতে হবে।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
রাশেদকে স্বাগত জানিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলও বের করে।
পরে নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে নিয়ে ভবনের তৃতীয় তলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ছাত্রদলের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাশেদের বাড়ি নরসিংদীতে। নতুন পদে তাকে স্বাগত জানিয়ে তার জেলাসহ বিভিন্ন জেলায় ছাত্রদলের মিছিল হয়েছে।
২০২২ সালে ১৭ এপ্রিল শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করে দিয়েছিল বিএনপি।
তার দেড় বছরের মধ্যে শ্রাবণকে সরিয়ে দেওয়া হল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শ্রাবণ ‘অসুস্থ’। তবে মঙ্গলবারও শ্রাবণকে দলীয় কার্যালয়ে দেখা গিয়েছিল। তার আগে সাম্প্রতিক কর্মসূচিগুলোতেও উপস্থিত ছিলেন তিনি।