বিএনপি বলছে, শ্রাবণ অসুস্থ; যদিও তাকে মঙ্গলবারও দেখা গেছে সংগঠনের কার্যালয়ে।
Published : 09 Aug 2023, 12:01 AM
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে।
শ্রাবণের অসুস্থতার কারণে এই পদক্ষেপ বলে বিএনপির পক্ষ থেকে জানান হয়েছে।
তবে মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটি যখন পাঠানো হয়, তার আধা ঘণ্টা আগেও নয়া পল্টনের ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্য নেতাদের সঙ্গে শ্রাবণকে দেখা গিয়েছিল।
এ বিষয়ে কথা বলতে শ্রাবণের সঙ্গে যোগাযোগের চেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করলেও তিনি সাড়া দেননি।
সহযোগী সংগঠনগুলোর বিষয়ে সিদ্ধান্ত বিএনপি দিয়ে থাকে। শ্রাবণকে সরানোর এই সংবাদ বিজ্ঞপ্তিও এসেছে সেভাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে।
তাতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
২০২২ সালে ১৭ এপ্রিল শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে বিএনপি কমিটি গঠন করে দিয়েছিল।
তখন রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তিনি নতুন কমিটি মনোনীত করেন।