বিএনএম নেতা সারোয়ার হোসেনের প্রতিক্রিয়া: “এ আবেদন সম্পূর্ণ অর্থহীন, এটা ক্ষুদ্র মানসিকতা।"
Published : 13 Aug 2023, 02:07 PM
নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম এর নোঙর প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
দলটি বলছে, ব্যালট পেপারে নোঙর প্রতীক দেখতে অনেকটা তাদের দলীয় প্রতীক লাঙ্গলের মতই। তাদের আশঙ্কা, একই ব্যালটে দুটি প্রতীক থাকলে ভোট দেওয়ার সময় মানুষ বিভ্রান্ত হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর চিঠি পৌঁছে দেন।
সেখানে বলা হয়, “বিএনএমকে নোঙর প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আগেও আওয়ামী লীগের দাবির মুখে নৌকা প্রতীকের মত দেখতে জাহাজ প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার নজির রয়েছে।"
এমন পরিস্থিতিতে নোঙর প্রতীক বাদ দিয়ে নতুন দলটিকে আরেকটা প্রতীক দেওয়ার জন্য গেজেট সংশোধনের আহ্বান জানিয়েছেন জাপা মহাসচিব।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট-বিএনএম কে নোঙর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপিকে একতারা প্রতীকে নিবন্ধন দিয়েছে।
জাতীয় পার্টির ওই আপত্তি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনএম এর সদস্য সচিব মো. হানিফ বলেন, এ নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নন।
"জাপার মাথাব্যথা থাকতে পারে, আমাদের কোনো উদ্বেগ নেই। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার পর আর এ নিয়ে আপত্তির সুযোগ নেই। জাপা আদালতে যেতে পারে। সে ক্ষেত্রে আমরাও আইনিভাবে তা মোকাবেলা করব।"
দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন “নোঙর ও লাঙ্গল সম্পূর্ণ আলাদা প্রতীক এবং ইসির সংরক্ষিত প্রতীক। আপত্তি জানানোর নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও জাপার এ আবেদন সম্পূর্ণ অর্থহীন, এটা ক্ষুদ্র মানসিকতা।"