“আমাদের কাজ দিয়ে আমরা ভোট চাই, আমাদের উন্নয়ন দিয়ে আমরা ভোট চাই,” বলেন তিনি।
Published : 19 Aug 2023, 11:45 PM
ভারত কখনোই বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিবেশী দেশটি তাদের ধারণ করা গণতন্ত্রের চেতনা ও মতাদর্শ বজায় রেখেছে মন্তব্য করে তিনি বলেন, “তারা কোনও ইলেকশনে আমাদের একটা কথাও বলেনি; বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্রেও। এখানে ইন্টারভেনশন (হস্তক্ষেপ) কেন? আর ভারত কোথায় ইন্টারভেনশন করেছে?”
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছিলেন ওবায়দুল কাদের।
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা পাঠানোর বিষয়ে সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, “সব আমরা এখান থেকে জানি না। এটা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিষয়, এখানে বাংলাদেশের কী করার আছে? পঁচাত্তরে কি বঙ্গবন্ধু হত্যার পর ভারত এসে আমাদেরকে গদিতে বসিয়ে দিয়েছে? তারপরে আসেন, জোর করে আমাদের হারানো হয়েছে ২০০১ সালে। অস্বাভাবিক সরকারের মাধ্যমে, তখন কি ভারত এসে ইন্টারফেয়ার করেছে?"
ওবায়দুল কাদের বলেন, “আপনারাওতো রাতের বেলায় গিয়ে ভারতীয় হাই কমিশনারের বাসা থেকে ডিনার খেয়ে এসেছেন, আমরা টেলিভিশন নিয়ে যাইনি, বাইরে দেখি আপনারা বাংলাদেশের সব টেলিভিশন খবর দিয়েই গেছেন। ভারতের সঙ্গে মিত্রতা করতেছি, সেই মিত্রতা হল না, কোনো আওয়াজও হল না। আমাদের তিনজনকে দাওয়াত দিয়েছে, তিনজনই গেছি, কথাবার্তা বলেছি, নির্বাচন নিয়ে কোনও কথাই বলতে দেয়নি। কীভাবে ইলেকশন হবে- কথা প্রসঙ্গে হয়ত কথা এসেছে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এতদিন আমেরিকার দিকে আটলান্টিকের ওপারে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে গেছে। খবর আসে না, ভিসা নীতি আসে না, এল না কেন? শেখ হাসিনা যায় না কেন, ক্ষমতা থেকে উঠে যায় না কেন, এসব নিয়ে তাদের রাতের ঘুম হারাম।
“এখন আবার কী একটা বার্তা দিয়েছে, এটা আমেরিকা আর ভারতের ব্যাপার, উই আর নট ইন্টারেস্ট। সেখানে কমেন্ট করে, অবস্থাটা এমন, ভীতি-ভয়ে হাত পা মনে হয় গুটিয়ে ফেলেছে নেতারা। ভারত ভীতিতে সারা রাতে কয়বার যে জাগন হয়, ঘুম ভেঙে যায়। আরে ফখরুল সাহেব এ দেশের জণগণ আমাদের ভোট দেবে। আমাদের কাজ দিয়ে আমরা ভোট চাই, আমাদের উন্নয়ন দিয়ে আমরা ভোট চাই।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ, কিছু হয়ে গেলে সব দায় সরকারের- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের বলেন, “আসলে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের যতটা না উদ্বেগ, তার চেয়ে বেশি রাজনীতি করে তারা বেগম জিয়ার স্বাস্থ্যকে কেন্দ্র করে। নোংরা পলিটিক্স করছে, বেগম জিয়া এখন যে বাসায়, আপন ঘরে সেটাও ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা।
“এখন তিনি কষ্ট পাচ্ছেন, বয়সও হয়েছে, তিনি আরোগ্য লাভ করুক- আমরা চাই, কিন্তু আইনের কাঠামোর বাইরে তো আমরা কিছু করতে পারি না। জোর করে শেখ হাসিনা তাকে ঘরে বসিয়ে রাখছে- এটা তো এমন নয়।”
ওবায়দুল কাদের বলেন, “এখন ফখরুল সাহেবদের সুবিধাই হল- একটু অস্বস্তি বা অসুস্থ হলে ওই হইচই শুরু হয়। তাকে মরার আগে মেরে ফেলছে। সে এখন মৃত্যু সজ্জায়, এটা সে বলছে কত বছর আগে থেকে বলেই যাচ্ছে। আরে আল্লাহ না মারলে তোমরা মারতে পারবা, আর সেটাকে কেন্দ্র করে রাজনীতি। এই রাজনীতি থেকে দূরে সরে যান, মানবিক কারণে তার জন্য যা করার আমরা করছি।"