প্রশাসনের মধ্যে ‘স্বৈরাচারের ভূত’ বসে আছে অভিযোগ করেছেন ফখরুল।
Published : 05 Oct 2024, 03:08 PM
জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশে সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনে ফের রাজপথে নামতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সরকার পতনের ঘটনা দেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ফখরুল বলেন, “আমি খুব আশাবাদী মানুষ। অনেকেই বলে যে, কী হলো? হাসিনা পালায়ে গেছে এই পর্যন্ত তো হলো। এখন পরিবর্তন আনতে হবে। এর জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকের রক্ত দিতে হবে।
“সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জনগণের শাসন প্রতিষ্ঠা করব, ম্যাডামের স্বপ্ন বাস্তবায়িত করব, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত করব।”
শনিবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক শিক্ষক সমাবেশে কথা বলছিলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, “আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব।
“কিন্তু বার বার প্রশ্ন আসে যে, কতদিন সময় দেবেন? আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা (অন্তবর্তীকালীন সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন।”
বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে ‘বিশ্বাস করে না’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আবার মাইনাস টু দেখতে চাই না। আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না।”
শিক্ষকদের উদ্দেশে সাবেক শিক্ষক মির্জা ফখরুল বলেছেন, তিনি মনে করেন জাতীয়করণ হলেই সব সমস্যার সমাধান আসবে না।
“আমাকে একটা কাগজ তুলে দিয়েছেন আপনাদের নেতা সেলিম ভুঁইয়া সাহেব যে, ম্যাডামের (খালেদা জিয়া) একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য আমাদের জন্য।
“সেজন্য সরকারে আসতে হবে তো। সরকারের কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে সরকারে পাঠায়। ভোট দেবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে, আপনি যোগ্য, যে আপনি আগামী ৫ বছর তাদেরকে সুষ্ঠুভাবে সেবা করতে পারবেন, কাজ করতে পারবেন। কিন্তু আমরা সব ক্ষেত্রে কি সেটা করতে পারছি?”
জমি দখলদারী-চাঁদাবাজির সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা নেই দাবি করে ফখরুল বলেন, “বিভিন্ন সমালোচনা হচ্ছে। যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন। আমরা এটা নেব।”
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।