Published : 06 Aug 2023, 08:02 PM
উপ নির্বাচনে বিজয়ী নৌকার দুই প্রার্থী নেত্রকোনা ৪ এর সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম ১০ আসনের মো. মহিউদ্দিন বাচ্চু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নব নির্বাচিত এ দুই সাংসদকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: