থানা পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শনিবার

এদিন পদযাত্রা কর্মসূচি রয়েছে বিএনপি ও সমমনা জোটেরও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 12:42 PM
Updated : 3 March 2023, 12:42 PM

ঢাকা মহানগরীর প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

শনিবার এসব সমাবেশে সরকারে থাকা দলটির কর্মসূচিতে মহানগরের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা যোগ দিবেন বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি ও দক্ষিণের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় থানায় সমাবেশের এ কর্মসূচির কথা জানানো হয়।

সরকার হটাতে বিএনপি ও সমমনা জোট গত দুই মাস ধরে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করছে।

বিভাগ-জেলা-ইউনিয়নের পর শনিবার দেশজুড়ে থানা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি ও সমমনা জোটগুলো।

Also Read: থানায় থানায় বিএনপি ও সমমনাদের পদযাত্রা শনিবার

Also Read: ‘পদযাত্রা’, ‘শান্তি সমাবেশ’ মুখোমুখি, জেলায় জেলায় সংঘর্ষ

অপরদিকে বিরোধী দলের কর্মসূচির সময়কালে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। তবে দলের নেতারা একে পাল্টা কর্মসূচি বলছেন না।

উত্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি থানায় শান্তি সমাবেশের অংশ হিসেবে মিরপুর ১ নং গোল চক্কর বাস স্টপেজের খলিল ভবনের সামনে বিকাল তিনটায় শান্তি সমাবেশ হবে। এতে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মোহাম্মদপুর টাউন হলের সামনের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তরা আজমপুরে সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মধ্যবাড্ডা ইউলুপের সামনে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর এলাকায় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও কার্যনিবাহী সদস্য মো. সাঈদ খোকন; ওয়ারী, গেন্ডারিয়া, সুত্রাপুর এলাকায় সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম অংশ নেবেন।

অপরদিকে লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশালে সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন; যাত্রাবাড়ী-ডেমরায় বন পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন; মুগদা, সবুজবাগ, খিলগাঁওয়ে দলের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু; কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমণ্ডিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এবং শ্যামপুর ও কদমতলি এলাকায় কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম উপস্থিত থাকবেন।