বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান এবং সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।
Published : 23 May 2024, 01:55 PM
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান এবং সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের শোক প্রকাশ করেন।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “ইরানের প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করায় আমরা গভীরভাবে শোকহত। আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে শোক প্রকাশ করেছি।”
ফখরুল বলেন, “এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মত একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের জন্যে, শান্তির জন্যে এবং সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি।
“আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার-আত্মীয়স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজন– তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারেন, সেই দোয়া করছি।”
মির্জা ফখরুল বলেন, “এই শোকের সময়ে ইরানের জনগণ যেন তাদের স্থির যে সিদ্ধান্তগুলো এবং বিশেষ করে তাদের রাষ্ট্রের যে ভূমিকাগুলো রাখতে পারেন, সেজন্য আল্লাহর দরবারে দোয়া করছি।”
ইরান দূতাবাসে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।
গত রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানসহ নয়জন।
তাদের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।