“নির্বাচন কেমন হবে, কত দিনের মধ্যে হতে হবে, কোন রাজনৈতিক দল এখানে থাকবে, কাদের সঙ্গে আমরা আলোচনা করব; এগুলো নিয়ে একটা ব্যাখ্যা পাবেন এই সংলাপ থেকে,” বলেন আয়োজকদের একজন।
Published : 26 Dec 2024, 09:48 PM
ছাত্র-জনতার গণআন্দোলনে হত্যাকাণ্ডের বিচার, দেশের চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে অন্তত ২০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ করবে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ নামের একটি সংগঠন, যেখানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও থাকবেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার সকালে ভিডিও কলে এই সংলাপের উদ্বোধন করবেন বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন।
ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে ফোরামের সমন্বয়ক সাংবাদিক মণির হায়দার বলেন, “আমরা বাংলাদেশে প্রথমবারের মত ‘ওপেন ন্যাশনাল ডায়ালগ’ আয়োজন করতে যাচ্ছি, যা শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে মোট ছয়টি অধিবেশনে ২৮ তারিখ পর্যন্ত চলবে।
“সংলাপের প্রধান উদ্দেশ্য, বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যে জায়গায় এসেছে, এখান থেকে আমাদের গণতান্ত্রিক উত্তরণের একটা পথ তৈরি হবে। দেশের আগামী নির্বাচন কীভাবে হবে এটা আমি এখনও নিশ্চিত নই। নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। জাতীয় ঐক্য না হলে সংস্কার হবে না। কমিশন অনেকগুলো সুপারিশ করতে পারে। কিন্তু ঐক্য না হলে এসব সুপারিশ বাস্তবায়িত হবে না। যে কারণে এ সংলাপ আয়োজিত হতে যাচ্ছে।”
সংগঠনের আরেক সমন্বয়ক জাহেদ উর রহমান বলেন, “নির্বাচন কেমন হবে, কত দিনের মধ্যে হতে হবে। কোন রাজনৈতিক দল এখানে থাকবে। কাদের সঙ্গে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে একটা ব্যাখ্যা পাবেন এই সংলাপ থেকে।
“এখানে নানাজনের নানা মত, দ্বিমতের জায়গা পাবেন। আমরা খেয়াল করব কোনো একটা পক্ষ একরকম কথা বলছেন, অন্য কেউ এর দ্বিমত প্রকাশ করেছেন। সবার মতামতকে একত্রিত করে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকের মধ্যে অনেক রকম মত প্রকাশ হচ্ছে। এই সংলাপের মধ্য দিয়ে এগুলো দূর করতে চাই আমরা। আমরা চেষ্টা করব এই সংলাপের সেশনগুলোর মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ একটা মতে আনতে।”
সংবাদ সম্মেলনে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ এর পরিচয় তুলে ধরেন মনির হায়দার। তিনি বলেন, সংগঠনটির জন্ম ২০২২ সালে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সংগঠনের মূল নেতৃত্বে রয়েছেন।
“তাদের উদ্যোগে এ সংগঠন হয়েছে। গত তিন বছরে আমরা ৩৫টির মত ওয়েবিনার করেছি। এর কারণ হল এখানের বেশিরভাগই বিভিন্ন দেশে আছেন। এটা আমাদের সরাসরি প্রথম প্রোগ্রাম।”
আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল এমন কোনো দল সংলাপে থাকবে কিনা, এ প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, “যারা পালিয়ে গেছে তারা তো পরাজিত, পরাজিত কাউকে আমরা সংলাপে রাখছি না, এমনকি তাদেকে রাজনৈতিকভাবে যারা বিভিন্ন সময় সহযোগিতা করেছে, তাদেরকেও আমরা এই সংলাপে রাখব না।”
সমন্বয়ক মনির হায়দার বলেন, “এখানে আমরা অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের নিয়েই সংলাপ করছি। বিভিন্ন দল ও জোটের প্রতিনিধি মিলিয়ে অন্তত ২০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমাদের সংলাপে থাকবেন।”
আরেক সমন্বয়ক সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, “এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকবেন, উপদেষ্টাদের অনেকে থাকবেন, গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে কয়েকজন সমন্বয়ক থাকবেন। এ ছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংলাপে অংশ নেবেন। আমাদের প্রধান উপদেষ্টা সশরীরে থাকতে না পারলেও তিনি অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেবেন।”
ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ সূচিতে দেখা গেছে, প্রথম দিন শুক্রবার সকালের সেশনে ‘ঐক্য কোন পথে’ শিরোনামে সংলাপ হবে। বিকালের সংলাপ হবে ‘রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা’ শিরোনামে।
শনিবার সকালের সেশনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শিরোনামে সংলাপ হবে।দুপুরে হবে ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শিরোনামে সেশন । সব শেষ সেশনের শিরোনাম ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’।