“আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে।”
Published : 06 Nov 2023, 05:10 PM
বিএনপির পরিণতি ‘মুসলিম লীগের মতো’ হতে পারে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিরোধী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানের কারণে’ই এমনটি হবে বলেও মনে করছেন তিনি।
সোমবার সচিবালয়ে এক মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
‘আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইলে তা দুঃস্বপ্নে পরিণত হবে’-বলে বিএনপি নেতাদের হুঁশিয়ারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না। বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।”
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার হচ্ছে।”
বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে ‘বাধা ও আপত্তি নেই’ জানিয়ে মন্ত্রী বলেন, “২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, হাসপাতালে হামলার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
‘ওয়ার্ড লেভেলের নেতা-কর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা’
হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোন করে করে তাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত টেলিফোন করে বলছে আগুন সন্ত্রাস চালানোর জন্য; সেগুলোর তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। এমনকি তারা ওয়ার্ড লেভেলের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে।”
এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনীতি এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে না উল্লেখ করে তিনি বলেন, “এই কাজের জন্য দলটির বিরুদ্ধে কেবল সরকার নয় জনগণও রুখে দাঁড়াবে।”
গত ২৮ অক্টোবর সমাবেশের দিন ‘বিএনপির সহিংসতা রুখতে’ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও দাবি করেন হাছান। বলেন, “আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও সেদিকে যায়নি, আমরা তাদের নিয়ন্ত্রণ করেছি।”
মানুষ্যসৃষ্ট কারণেই জলবায়ু পরিবর্তন হচ্ছে জানিয়ে সাবেক পরিবেশমন্ত্রী বলেন, “এটিকে অ্যাড্রেস করতে হলে মানুষদের সচেতন করতে হবে।”