“সবার একটাই কথা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি,” বলেন তিনি।
Published : 23 Apr 2025, 09:17 PM
ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ‘সরকারের ওপর চাপ’ সৃষ্টি করতে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার গণফোরাম ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
এদিন বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে এই দুই দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি আমাদের শরিক ও মিত্র দলগুলোর সঙ্গে। সবার একটাই কথা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি।”
“ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। খুব সহজেই যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে, এখন কমিশনের উচিত সেটা জনসমক্ষে তুলে ধরা।
“কেন তা করা হচ্ছে না, এটাই হচ্ছে সবার প্রশ্ন। এর ফলে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে।”
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপি জাতীয় নির্বাচনের দাবি তোলে।
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি নিয়ে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক থেকে বেরিয়ে তারা অসন্তুষ্টির কথা বলেছেন।
তারপর করণীয় ঠিক করতে ১৭ এপ্রিল থেকে বিএনপির তার যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে।
এখন পর্য়ন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে।