আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন।
Published : 04 May 2024, 10:02 PM
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নায়েব আলী জোয়ার্দার।
শনিবার গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই সদস্যকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনীত করার তথ্য দেন।
তিনি বলেন, সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুর পর শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মার্চ মারা যান আবদুল হাই।