১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা।
Published : 17 Apr 2025, 07:28 PM
দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। এছাড়াও তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট ২১টি ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক রেজাউল করিম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলার তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
এরআগে বুধবার একই আদালত তার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি জব্দের আদেশ দেয়। এছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা ১২টি হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়।