“বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এই সমস্যা সমাধানে নির্বাচিত সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়,” বলেন আমীর খসরু।
Published : 23 Dec 2024, 07:49 PM
পরবর্তী কর্মকৌশল ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দুই দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
বৈঠকের পরে তিনি সাংবাদিকদেন বলেন, “বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এই সমস্যা সমাধানে নির্বাচিত সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব দেশের জন্য এই সরকার দরকার।”
এ বিষয়ে বিএনপির অবস্থা তুলে ধরে আমীর খসরু বলেন, “গণতান্ত্রিক অর্ডারের দিকে নিয়ে যেতে অন্তবর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব।”
বৈঠকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়া মসিউজ্জামান, আর এনডিএম এর নেতৃত্ব দেন ববি হাজ্জাজ।
গত ২১ ডিসেম্বর বিএনপি নেতৃবৃন্দ ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে আলাদা আলাদা বৈঠক করে।