আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা যখন ঘটে, কেন্দ্রীয় নেতারাও তখন মঞ্চে ছিলেন।
Published : 25 Aug 2023, 06:06 PM
আওয়ামী লীগের শান্তি সমাবেশে কয়েকশ লোকের মিছিল নিয়ে এলেও মাইকে নাম না বলায় সভাপতি ও সাধারণ সম্পাদককে শাসিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
শুক্রবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ ঘটনা ঘটে।
এক পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে গালাগাল, হুমকি-ধামকি দিতে দেখা যায় হাসিবুর রহমান মানিক ও তার সমর্থকদের।
পরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি গেলে তাকেও গালাগাল করেন নেতাকর্মীরা।
এক পর্যায়ে বাধ্য হয়ে সঞ্চালনার দায়িত্বে থাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর মাইকে বলেন, "একটি বিশাল মিছিল নিয়ে আসার জন্য ধন্যবাদ ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে।"
চলতি বছর লালবাগ ও কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সম্মেলনে এবং চকবাজার থানা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সামনেই মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও কাউন্সিলর হাসিবুর রহমানের সমর্থকদের কয়েক দফা মারামারি হয়।
শুক্রবারও ঘটনার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম মঞ্চে উপস্থিত ছিলেন।