Published : 31 Aug 2023, 10:49 PM
ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ এলাকায় ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শুক্রবার সকাল ১০টা থেকে ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকায় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে শুক্রবার বিকাল ৩টায় শুরু হবে ছাত্রলীগের সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ট্রাফিক পুলিশ যেসব সড়কে বিধিনিষেধের কথা জানিয়েছে, তার মধ্যে আছে-কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং।
ছাত্র সমাবেশ উপলক্ষে আসা গাড়ির জন্য পার্কিংয়ের স্থানও ঠিক করে দিয়েছে পুলিশ। ভিআইপিদের গাড়ি রাখার জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ।
অন্যরা গাড়ি রাখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোডের দুই পাশ, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ, নবাব আব্দুল গণি রোডের দুই পাশ এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।