“শুরুটা হল ঈদ ম্যাগাজিনের মোড়কে উৎসবের বারতা নিয়ে। আগামীতেও নতুন প্রয়াস নিয়ে হাজির হবে নতুন মোড়কে সেজে; তাতে মিশে থাকবে জীবনের সৌন্দর্য আর সময়ের ধারা।”
Published : 23 Mar 2025, 09:50 PM
উৎসবের বারতা নিয়ে বাজারে এল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ সাময়িকী ‘লাইফ অ্যান্ড স্টাইল’; ঢাকাই ঈদের একাল-সেকাল, ইফতার ঐতিহ্যের রীতি আর বদলে যাওয়া এ সময়ের উৎসবকে ঝলমল করে তোলার নানা আয়োজন নিয়ে সেজেছে বর্ণিল এ প্রকাশনা।
’লাইফ অ্যান্ড স্টাইল’ এর পাতায় পাতায় থাকছে উৎসবের ঝলক, ঈদের ছুটি আর অবকাশে ঘুরে বেড়ানোর দিনগুলোকে রঙিন করে তোলার সব আয়োজন।
ঈদ স্পেশাল হিসেবে বাজারে এসেছে দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ এ আয়োজনের প্রথম সংখ্যা। বিশেষ সংখ্যাটি রঙিন হয়ে উঠেছে ঈদ পোশাকের নতুন ধারা, সাজসজ্জার খুঁটিনাটি, খানাপিনা-বিনোদন, স্মৃতিচারণ আর ইতিহাস বীক্ষায়।
’লাইফ অ্যান্ড স্টাইল’ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “এ কেবল ঈদের প্রস্তুতি নয়, আমাদের জীবনকে নতুন আবহে উদযাপনেরও প্রয়াস। আনন্দের আবাহনে ভবিষ্যতের দিকে তাকিয়ে পথ চলতে চলতে আমরা ভুলে যাইনি আমাদের অতীত। পাঠককে সঙ্গে নিয়ে উঁকি দিতে চেয়েছি ৪০০ বছরের ঢাকার ইফতার ঐতিহ্য আর ঈদ উৎসবের ইতিহাসে।
“মোগলদের রাজকীয় আয়োজন থেকে শুরু করে ঢাকার অলিগলিতে উৎসবের চাঞ্চল্য-সময়ের স্রোতে বদলেছে অনেক কিছু; কিন্তু ঈদের রংতো ফিকে হবার নয়।”
বিশেষ সাময়িকী নিয়ে সামনের দিনেও পাঠকদের সামনে আসার প্রত্যাশার কথা শুনিয়ে তিনি বলেন, “শুরুটা হল ঈদ ম্যাগাজিনের মোড়কে উৎসবের বারতা নিয়ে। আগামীতেও নতুন প্রয়াস নিয়ে হাজির হবে নতুন মোড়কে সেজে; তাতে মিশে থাকবে জীবনের সৌন্দর্য আর সময়ের ধারা।”
সাময়িকীটি হাতে নিলে শুরুতেই চোখ আটকে যাবে দৃষ্টিনন্দন প্রচ্ছদে। মডেল শিরিন শিলার মোহনীয় চাহনি আর ট্যাগলাইনের শিরোনাম নজর কাড়বে। ‘ঢাকাই ঈদ উদযাপনের দিন বদল, তারকাদের স্মৃতিচারণ, বাহারি পোশাক আর জিভে জল’ এর মত শিরোনাম টেনে নিয়ে যাবে এ সংখ্যার ভেতরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, ঈদুল ফিতর ’২৫ এর বিশেষ এ সংখ্যা পত্রিকার স্ট্যান্ড আর হকারদের কাছে পাওয়া যাচ্ছে। মিলবে বিভিন্ন সুপারশপেও। ডিজিটাল সংস্করণ হিসেবে শিগগির বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমে প্রকাশ করা হবে। ঝকঝকে ছাপায় দারুণ ঝলমলে এ সংখ্যার দাম ধরা হয়েছে ২০০ টাকা।
কী আছে লাইফ অ্যান্ড স্টাইলে
একফালি চাঁদ-তার অপেক্ষায় কেটে যায় পুরো একটি বছর। এ উৎসব সবাইকে ভালোবাসার; 'দোস্ত-দুশমন ভুলে' পরস্পরের কাছে আসার। এ উৎসব জীবনের, যাপনের। সেই জীবন আর যাপনের কথাই বলছে 'লাইফ অ্যান্ড স্টাইল'।
প্রথম সংখার প্রতিটি পৃষ্ঠা সাজানো হয়েছে উৎসবের রঙে, পাঠকের পছন্দ মাথায় রেখে।
চকবাজারের ইফতারের ঐতিহ্য সেই প্রাচীন ঢাকাই আমল থেকে চলছে। সে সময় মোগলদের ইফতারের আয়োজনে থাকত নানান ধরনের কাবাব। ঢাকার ইফতারের ৪০০ বছরের তত্ত্বতালাশের পাশাপাশি আছে ‘ঢাকাই ঈদ’ আর ‘উদযাপনের দিনবদল’ এর নানা গল্প।
এছাড়া ‘বাবার ঈদ’, ‘মায়ের অপেক্ষায়’ লেখাগুলো পড়তে পড়তে মনের কোণে হয়ত উঁকি দেবে নানা স্মৃতি। চোখ কিছুটা ঝাপসা হয়ে উঠতে পারে ‘মায়ের অপেক্ষায়’ শিরোনামের লেখায় ‘অজ্ঞাতনামা’ এক শিশুর গল্প পড়ে।
ডা. আব্দুন নূর তুষার পরিচিত উপস্থাপক ও বিতার্কিক। সেসব পরিচয়ের সঙ্গে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বাবাও। এমন শিশুদের জন্য যে বিষয়গুলো মনে রাখা দরকার, সেগুলো নিয়ে লিখেছেন এই চিকিৎসক বাবা।
সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। উৎসবের আমেজ, আনন্দের ধরণ- সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তবু কিছু স্মৃতি আজও অমলিন, যা ফিরিয়ে নিয়ে যায় সোনালী অতীতে।
ঈদের সেই সোনালী দিনগুলোর কথা তুলে ধরেছেন দেশের নন্দিত অভিনয়শিল্পী আবুল হায়াত, শম্পা রেজা, দিলারা জামান, ও ডলি জহুরের মত গুণী শিল্পীরা। শৈশবের ঈদের আনন্দ, চাঁদরাতের স্মৃতি, মায়ের হাতের রান্না- সবই যেন জীবন্ত হয়ে উঠেছে তাদের স্মৃতিচারণায়।
পাটভাঙা নতুন জামা-পাঞ্জাবি ছাড়া কি ঈদ হয়; তাই নতুন পোশাকের চালচিত্রের সন্ধানও থাকছে লাইফ অ্যান্ড স্টাইলে। ‘ঈদের বাহার’ লেখায় পাওয়া যাবে হাল ফ্যাশনের খোঁজখবর।
শুধু গায়ের পোশাক দিয়ে তাক লাগানো নয়, ত্বকেও উৎসবের ঝলক লাগাতে একগুচ্ছ যত্নের পরামর্শ আছে সংখ্যাটিতে। আছে সুবাসের সিম্ফনিও। পুরুষের ঈদ সুগন্ধি আর নারীর সুবাসের সাতকাহনে মিলবে নানা সুগন্ধির তথ্য।
অন্দরের বাঙালিয়ানা আর বাহারি খাবারের রেসিপি যেন পাঠকের কাছে আরো বেশি নজর কাড়বে। সব মিলিয়ে এবারের ঈদে বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে 'লাইফ অ্যান্ড স্টাইল'।
'লাইফ অ্যান্ড স্টাইল' সম্পাদনা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। প্রচ্ছদ করেছেন মো. নুরুল মোস্তফা। প্রচ্ছদের মডেল হয়েছেন শিরিন শিলা।
এটির নির্বাহী সম্পাদক হিসেবে আছেন জাহিদুল কবির। সহযোগী সম্পাদক রাজু আলাউদ্দিন। সহকারী সম্পাদক ওমর শরীফ। সম্পাদনা সমন্বয়ক তৌহিদুর রশিদ। পরিকল্পনা এম এন কোরেশী।
মাস্টহেড ডিজাইন করেছেন আনিসুজ্জামান সোহেল। ম্যাগাজিনের ডিজাইন করেছেন মো. নুরুল মোস্তফা। আলোকচিত্রী জাহেদুল আই খান, মুস্তাফিজ মামুন ও মাহমুদ জামান অভি। ব্যবস্থাপনায় রয়েছেন তৌহিদুর রশিদ ও আকিব জাভেদ।
'লাইফ অ্যান্ড স্টাইল' এ লিখেছেন রিদওয়ান আক্রাম, এম এন কোরেশী, আরাফাত আহম্মেদ, রিফাত পারভীন, ডা. আব্দুন নূর তুষার, নিফাত সুলতানা ও রুদ্র রুদ্রাক্ষ, তৌহিদুর রশিদ, রিয়াসাত জাহান নিঝুম, সমির মল্লিক ও হাসান বিপুল।