লাল অথবা নীল, কমলা অথবা সাদা- ফাগুন, ভালোবাসা আর সরস্বতী পূজায় রংয়ের সমাহার।
Published : 14 Feb 2024, 11:18 AM
ফাল্গুন মানে রংয়ের ছোঁয়া। কেবল হলুদ, কমলা বা লালে নয়- নীল, সবুজ, বেগুনি, গোলাপি যে কোনো রং-ই মানিয়ে যায় এদিনে।
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়ন শিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান বলেন, “বসন্ত মানেই রং। যার যে রং পছন্দ সেই রং-ই পরতে পারেন। আর ভালোবাসা দিবসকে মাথায় রেখে লাল। হলুদ, কাঁচা হলুদ, কমলা, কচি সবুজ- সাধারণত এসব রংয়েরও আধিক্য দেখা যায়।”
ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে কর্ম দিবসে পালিত হওয়াতে অধিকাংশ সময়ই কাটাতে হবে অফিসে। তাই মানানসই পোশাক বাছাই করা উচিত।
“এদিনে কেউ পোশাকে ভিন্ন রংয়ের ছোঁয়া আনতে চাইলে বিশেষ করে কর্মজীবীরা গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, রানি গোলাপি, পেস্ট এসব রংয়ের সঙ্গে হলুদ সবুজের মিশেলও বেছে নিতে পারেন”- পরামর্শ দেন এই অধ্যাপক।
অনেকেই উজ্জ্বল রং পরতে খুব একটা স্বচ্ছন্দবোধ করেন না সেক্ষেত্রে সাদার সঙ্গে উজ্জ্বল রংয়ের মিশ্রণ, ঘিয়ে বা ধূসর রংয়ের সঙ্গে কমলা, সবুজ, লাল ইত্যাদির সংমিশ্রণ বাছাই করা যেতে পারে।
অফিসে এদিনে কেউ চাইলে সাদার প্রাধান্য রেখে সাথে অন্য কোনো রংয়ের সংযোগও ঘটাতে পারেন।
“লাল রং বাছাই করা হল সবচেয়ে নিরাপদ। এতে ফাগুন বা ভালোবাসা দিবস দুই আমেজই ফুটে উঠবে”- বলেন শাহমিনা রহমান।
একই দিনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। তাই পোশাকে হলুদ সাদার প্রাধান্য বেশ লাগবে দেখতে।
শিশুদের যে কোনো রংয়েই ভালো লাগে। শিশুর পোশাক নির্বাচনে উজ্জ্বল রংয়ের প্রাধান্য দিলে দেখতে ভালো লাগবে।
কিশোর কিশোরিরা সাধারণত লাল, হলুদে সাজতেই বেশি পছন্দ করেন।
দেশীয় পোশাক-শাড়ি, কামিজ, কুর্তি বা টপস, ফতুয়া, জিন্স- যাই পরা হোক না কেনো তাতে সজীবতার ছোঁয়া আনতে লাল, হলুদের পাশাপাশি কমলা, সবুজ, বেগুনি ইত্যাদি বাছাই করতে পারে।
সাজগোজ
দিনে খুব বেশি ভারী মেইকআপ দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে হালকা বেইজ মেইকআপ করে তাজা ফুল ব্যবহার করা যেতে পারে।
যে কোনো রংয়ের ফুলই এদিনে যে কোনো সাজের সঙ্গে মানিয়ে যায়।
যাদের চুল ছোট তারা সাধারণভাবে চুল বেঁধে, ফুল গুঁজে দিতে পারেন অথবা কানের পেছনে ক্লিপ দিয়ে ফুল আটকে নিতে পারেন।
“বড় চুলের অধিকারিরা খোঁপা করে তাতে ফুলের মালা ঝুলিয়ে দিতে পারেন। অথবা বেণী করে এর মাঝে মাঝে ছোট বড় ফুল সাজিয়ে নিতে পারেন, দেখতে ভালো লাগবে”- বলেন, শাহমিনা রহমান।
রংবেরংয়ের চুড়ি, ব্রেসলেট অথবা ফুলের মালা হাতে পেঁচিয়ে রেখে সাজে পরিপূর্ণতা আনা যায়।