‘আই ক্রিম’ কেনা কি জরুরি?

দেহের ত্বকের ধরন অনুসারে প্রসাধনী ব্যবহার করা উচিত।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 11:50 AM
Updated : 7 May 2023, 11:50 AM

বাজেটের মধ্যে রূপচর্চার পণ্য কেনা অনেক সময় কষ্টকর হয়ে যায়।

সেক্ষেত্রে কোনটা বাদ দিয়ে কোনটা বাছাই করতে হবে তা নির্বাচন করা কঠিন হয়ে পড়ে।

যেমন- সাপ্তাহিক শিটমাস্ক বাদ দেওয়া, দিন বা রাতে একই ময়েশ্চারাইজার ব্যবহার ইত্যাদির মাধ্যমে খরচ কমানো যায়।

তবে খরচ বাঁচাতে আই ক্রিম বাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে জানা যায় রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদন থেকে।  

আই ক্রিম ও ফেইস ময়েশ্চারাইজারের মধ্যে পার্থক্য

তৈরি প্রক্রিয়া ভিন্ন হওয়াতে যেমন দেহের ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করা যায় না তেমনি মুখের ময়েশ্চারাইজারও চোখের নিচের ত্বকে ব্যবহার করা যায় না।

যুক্তরাষ্ট্রের ‘দ্যা ওলেহেনরিকসেন ফেইস/ বডি স্পা’র প্রধান রূপসজ্জাবিদ গ্রে ডিকম্যান বলেন, “আই ক্রিম অনেক বেশি ঘনীভূত থাকে এবং চোখের চারপাশে জ্বলুনি সৃষ্টি করবে না এমন বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। এটা চোখের চারপাশের উপকার করে। যেমন- বলিরেখা, ভাঁজ ও শুষ্কতা কমাতে সহায়ক।”

“যদিও মুখের সাধারণ ময়েশ্চারাইজারে এই ক্রিমের মতোই উপকারণ যোগ করা থাকে। তবে এটা চোখের চারপাশের ত্বকের জন্য বিশেষ উপায়ে তৈরি করা হয়”, ব্যাখ্যা করেন, ডিকম্যান।

তিনি আরও বলেন, “চোখের ত্বক অনেক বেশি নাজুক। তাই সাবধান থাকা প্রয়োজন। অনেকেই মনে করেন ময়েশ্চারাইজার তো ময়েশ্চারাইজারই! কিন্তু প্রতিদিনের ত্বকের পরিচর্যায় চোখের নিচের ত্বকের বাড়তি যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।”

দেহের অন্যান্য অংশের চেয়ে চোখের চারপাশের ত্বক আলাদা

কপাল, নাক ও গালের তুলনায় চোখের চারপাশে তেল গ্রন্থির সংখ্যা কম। তাই মুখের অন্যান্য অংশের তুলনায় বেশি শুষ্ক হয়ে থাকে।

উন্নত আই ক্রিম চোখের নানান রকম সমস্যা যেমন- ফোলাভাব, চোখের চাপাশের কালো দাগ, আর্দ্রতা রক্ষা, বলিরেখা ও সূক্ষ্ম ভাঁজ ইত্যাদি দূর করতে সহায়তা করে।

সেরাম

অনেকেই মুখের সেরাম চোখের নিচের অংশে ব্যবহার করেন। এটা উপকারের চেয়ে ক্ষতি করে বেশি।

ডিকম্যান বলেন, “নির্দিষ্ট কিছু উপকরণ মুখ বা গলার জন্য উপকারী হলেও, তা চোখের চারপাশের ত্বকে জ্বলুনি সৃষ্টি করতে পারে। তাই কেবল চোখের জন্যই তৈরি করা হয়েছে এমন পণ্য ব্যবহার করা উচিত।”

তাছাড়া সাধারণ সেরামে থাকা উপকরণ চোখের চারপাশে নানান রকমের সমস্যা সৃষ্টি করতে পারে।

সাধারণ মুখের সেরাম যদি চোখের চারপাশে ভালো কাজ করে থাকে, তবে চিন্তার কিছু নেই। কিন্তু কোনো সমস্যা যেমন- জ্বলুনি, লালচেভাব ইত্যাদি দেখা দেয় তবে দ্রুতই এর ব্যবহার বাদ দিতে হবে।

আই ক্রিম ব্যবহার কি জরুরি?

রূপচর্চার অনেক প্রসাধনী বাদ দেওয়া গেলেও আই ক্রিম ব্যবহার বাদ না দেওয়ার পরামর্শ দেন ডিকম্যান।

তিনি বলেন, “চোখের জন্য এমন মানানসই আই ক্রিম খুঁজে বের করতে হবে যা উপকার করে। বেশি বয়সের তুলনায় কম বয়সে আই ক্রিম ব্যবহার ত্বকের জন্য উপকারী।”

আরও পড়ুন

Also Read: ‘অ্যান্টি এইজিং ক্রিম’ আসলে কতটা কার্যকর

Also Read: লোশন ও ক্রিম- মাখতে হয় আলাদা সময়ে

Also Read: সেরাম ব্যবহারের ভুলগুলো