ত্বক ও চুলের ক্ষতি কমাতে বালিশে সুতির ওয়াড় ব্যবহার না করাই শ্রেয়।
Published : 13 Mar 2024, 12:19 PM
যে কোনো ধরনের বালিশে সুতি কাপড়ের আবরণ বা ওয়াড় ব্যবহার করা হয় বেশি।
তবে বিশেষজ্ঞরা ত্বক ও চুলের ক্ষতি কমাতে সিল্কের বালিশের ওয়াড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কারণ এই কাপড় চুলে জট ও ত্বকে বলিরেখা ফেলার সম্ভাবনা কমায়।
সিল্ক ও সুতির বালিশের ওয়াড়ের মধ্যে পার্থক্য
বাজারে সুতির ওয়াড় প্রচলিত হলেও সিল্কের উপাদানে ত্বক ও চুল সুরক্ষার উপাদান রয়েছে।
এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের নিবন্ধিত ত্বক-বিশেষজ্ঞ ডা. লরেন পেঞ্জি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “প্রাকৃতিকভাবেই সিল্ক অ্যালার্জি প্রতিরোধী। তাই যাদের ত্বক ‘সেনসিটিভি’ বা সংবেদনশীল, একজিমা বা অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য সিল্কের ওয়াড় ব্যবহার উপকারী।”
তিনি আর বলেন, “সুতিসহ অন্যান্য কাপড় আর্দ্রতা শুষে নেয়। তবে সিল্কে সেটা হয় না; আর এই কাপড় নরম ও আরামদায়ক অনুভূতি দেয়।”
ত্বকের ক্ষেত্রে উপকারিতা
বয়সের ছাপ পড়ার সম্ভাবনা কমাতে চাইলে সিল্কের বালিশের ওয়াড় ব্যবহার করা উচিত।
“নরম, মসৃণ কাপড় হওয়াতে সিল্ক কাপড় ত্বকে ঘর্ষণের পরিমাণ কমায়। চামড়ার সাথে লেগে থাকে কম। যে কারণে বলিরেখা পড়ার সম্ভাবনা কমে” একই প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের আরেক ত্বক-বিশেষজ্ঞ ব্রেন্ডান ক্যাম্প।
বয়সের ছাপ রোধ: নরম মসৃণ কাপড় হওয়াতে সিল্ক ত্বকে ঘষা খায় কম। ফলে চামড়া রক্ষা পায় বেশি। যে কারণে বলিরেখা পড়ার সম্ভাবনা কমে।
ব্রণের প্রাদুর্ভাব কমায়: সিল্ক কাপড় এক ধরনের ঠাণ্ডা অনুভূতি দিতে পারে। আর ত্বকের সাথে বালিশের ঘর্ষণে অস্বস্তি কম হয়। এসব ব্রণের মাত্রা কমাতে উপকারী।
ডা. পেঞ্জি বলেন, “ঘাম ও ত্বকের তেল সিল্কে কম শোষিত হয়। মানে হল সিল্কের ওয়াড়ে ব্যাক্টেরিয়া জন্মানোর পরিমাণ কমে। পাশাপাশি ঘর্ষণের মাত্রাও হ্রাস পায়। দুইয়ে মিলে ব্রণের সমস্যায় ভুগতে হয় কম।”
ত্বক আর্দ্র রাখে: বিভিন্ন কারণে ত্বকে শুষ্কতার সমস্যা দেখা দেয়।
তবে ডা. ক্যাম্প ব্যাখ্যা করেন, “সিল্ক উপাদান আর্দ্রতা কম শোষণ করে। ফলে ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয় কম। তাই ত্বক থাকে আর্দ্র।”
যেভাবে চুলের জন্য উপকারী
কম ঘর্ষণ মানে চুলে জট পাকার সম্ভাবনা কম। এছাড়ও রয়েছে নানান উপকারিতা।
জট ও ভাঁজ মুক্ত চুল: ঘুম থেকে উঠে চুলের জট ছাড়ানো বেশ বিরক্তিকর। এর সমাধান হতে পারে সিল্কের ওয়াড়।
ডা. পেঞ্জি ব্যাখ্যা করেন, “নরম তন্তু হিসেবে সিল্কে ঘর্ষণ কম হয়। ফলে সিল্কের বালিশের ওয়াড় ব্যবহারে চুলে ভাঁজ পড়ার ও জট পাকার সম্ভাবনা কমে।”
এছাড়া আর্দ্রতা কম শোষণ করে বলে, চুলের প্রাকৃতিক তেল শুষে নেয় না সিল্কের ওয়াড়। ফলে খোঁপা বা বেণী বাঁধা যায় সহজে।
মজবুত চুল: সার্বিকভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে। তাই সিল্কের বালিশের ওয়াড় কেশ মজবুত রাখতে সহায়তা করে। বারবার পাশ ফিরে শোয়ার কারণে বালিশের ওয়াড়ে চুলের ঘর্ষণ হয়। যেখান থেকে আগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। তবে সিল্কের ওয়াড়ে ঘর্ষণের পরিমাণ কমে। তাই চুলের আগা-গোড়ায় ক্ষতি হয় না।
ছবি: পেক্সেল্স ডটকম।
আরও পড়ুন
ঘরের যেসব জিনিস সচরাচর পরিষ্কার করা হয় না