সোয়েটারের হাতা বড় হয়ে গেলে করণীয়

সহজেই সোয়েটারের বড় হওয়া হাতা ঠিক করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 07:28 AM
Updated : 29 Jan 2023, 07:28 AM

হালকা শীতে পাতলা সোয়েটার পরতে গিয়ে দেখা গেল হাতা হয়ে গেছে বড়।

কিংবা এই মৌসুমে পরতে পরতেও সোয়েটারের হাতা বড় হয়ে যেতে পারে। তবে এই সমস্যা সমাধনের সহজ পন্থাও রয়েছে।

রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ব্যবহারের কারণে ক্রমেই হাতের ‘ইলাস্টিসিটি’ নষ্ট হয়ে গিয়ে ঢিল হয়ে যায়। অনেকসময় পুরো সোয়াটারটা ভালো থাকলেও ঢিলা হাতের কারণে তা ফেলে দেওয়া হয়।

ফুলহাতা টি শার্ট’য়ের ক্ষেত্রেও এই সমস্যায় ভুগতে হয়।

সমাধানের পন্থা

প্রয়োজন হবে- ফুটন্ত গরম পানি, গামলা এবং ‘ব্লো ড্রায়ার’।

পদ্ধতি: ফুটন্ত গরম পানি গামলায় ঢেলে নিতে হবে। সেই পানিতে উল কিংবা সুতি কাপড়ের সোয়েটারের হাতের ‘কাফ’ ডুবাতে হবে। এতে ওই স্থানের কাপড় সংকুচিত হবে।

এবার কাফ’য়ের আকৃতিকে মনের মতো করে নিতে হবে হাত দিয়ে। এখন গরম পানিতে ভেজানো সোয়েটারের হাতের কাফ’কে ‘ব্লো ড্রায়ার’ দিয়ে শুকাতে হবে।

‘ব্লো ড্রায়ার’ দিয়ে শুকানোর মাধ্যমে উল কিংবা সুতি কাপড়ে সংকোচন দেখা দেবে। ‘স্টিম আয়রন’ দিয়ে ইস্ত্রি করলেও অনুরূপ ফলাফল পাওয়া যেতে পারে।

আরও পড়ুন

Also Read: উলের সোয়েটারের যত্ন

Also Read: কর্মক্ষেত্রে চাপ মুক্ত থাকতে

Also Read: পোশাক দীর্ঘদিন ব্যবহার করার পন্থা