পুরানো বছরের মতো কিছু পুরানো জিনিসও দূরে ফেলে দিতে হয়।
Published : 27 Dec 2024, 02:04 PM
নানান রকম পরিকল্পনা নতুন বছর ঘিরে; হয়ত উদযাপন নয়ত নতুন পরিকল্পনা।
তবে নব্য সাল শুরু হওয়ার আগেই ঘরের কিছু পুরানো জঞ্জাল পরিষ্কারের দিকেও নজর দেওয়া উচিত।
মেয়াদোত্তীর্ণ রান্নাঘরের সামগ্রী
তারিখ শেষ হয়ে যাওয়া জিনিসের ডিপো হতে পারে রান্নাঘর।
“তাই সবগুলো মসলা, তেল বা নাস্তা তৈরির সমস্ত পণ্য একবার করে চোখ বুলান, দেখুন কোনটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে যেগুলো মাসখানেক ব্যবহার করা হয়নি সেগুলো”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন মার্কিন লেখক ও পেশাদার সংগঠক শিরা গিল।
দেখতে খারাপ লাগে, তারিখ নেই, বাসী হয়ে গেছে- এমন যা কিছু আসে ফেলে দিতে হবে।
অন্তর্বাস
ইলাস্টিক ঢিলা হয়ে গেছে, ঠিক মতো পরা যায় না এই ধরনের সব অন্তর্বাস ফেলে দেওয়ার পরামর্শ দেন, গিল।
তার কথায়, “অতি প্রয়োজনীয় আর ছোট হলেও এই পরিচ্ছদ ভেতর থেকে অনুভূতিতে দারুণ প্রভাব ফেলে। পুরানো ঢিলা অন্তর্বাস মোটেই রাখা ঠিক হবে না। ফেলে দিন এমন যা আছে সব।”
যেসব পোশাক আর গায়ে লাগে না
নতুন বছরে অগোছালো আলমারি নিয়ে পথচলা শুরু করা মোটেই ঠিক হবে না। তাই ঠিকম তো লাগছে না আর, এমন সব পোশাক আলাদা করে দান করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে শ্রেয় পন্থা।
অব্যবহৃত সাজসজ্জার প্রসাধনী
হতে পারে অনেক প্রসাধনী ব্যবহার করা হয়নি। অনেকদিন ধরে পড়ে আছে এরকম পণ্য মাখাও ত্বক ও শরীরের জন্য ঝুঁকি পূর্ণ।
তাই নিউ ইয়র্ক সিটি ভিত্তিক ‘হর্ডার্লি প্রফেশনাল অর্গানাইজার’য়ের প্রতিষ্ঠাতা জেমি হর্ড একই প্রতিবেদনে পরামর্শ দেন, “যেসব প্রসাধনী গত ছয় মাসে ব্যবহার করা হয়নি, সেগুলো আসলে ফেলে দেওয়ার সময় হয়েছে।”
বিশেষ কোনো রান্নাঘরের সামগ্রী
বছরে একবারও ব্যবহার করা হয়নি, আর হয়ত হবেও না, তবে রান্নাঘরে জায়গা দখল করে পড়ে আছে- এরকম কোনো বিশেষ সামগ্রী থাকলে এখন সেটা সরিয়ে ফেলার সময়।
অদ্ভূত সব সামগ্রী
ঘরের বিভিন্ন জায়গায় খোঁজ করলেই দেখা মিলবে নানান সব অদ্ভূত সামগ্রী, যেগুলো বাসাবাড়ি জঞ্জাল করে পড়ে আছে।
ছেড়া তার, নষ্ট হওয়া কম্পিউটারের কোনো অংশ, বাতিল ইয়ার ফোন, হেডসেট, ক্লিপ- এরকম নানান কিছু।
গিল বলেন, “একটি বাক্স নিন। তারপর সেটাতে এরকম সব জিনিস সংগ্রহ করে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। এর মধ্যে থেকে কিছু জিনিস হয় পুরাতন সামগ্রী কেনে তাদের কাছে বিক্রি করতে পারবেন। বেচে দিন সেগুলো।”
গ্রীষ্মের যত জিনিস
শীতের সময়ে ছুটি ছুটি ভাব নিয়ে আছেন। সামনে হয়ত ঘুরতে যাবেন কোথাও। তবে সামনে গরমকালও তো আসবে। চিন্তা করে দেখুন তো গত গ্রীষ্মে কেনা হয়েছে অথচ একবারও কাজে লাগেনি, এমনি এমনি পড়ে আছে ঘরে জায়গা দখল করে!
এই ধরনের জিনিস থাকলে দান বা ফেলে দেওয়ার পরামর্শ দেন, গিল।
তার কথায়, “গত গ্রীষ্মে যখন লাগেনি, এবারও হয়ত কাজে আসবে না।”
অপছন্দনীয় উপহার
“হয়ত বিষয়টা কঠিন, তবে যেসব উপহার এমনি এমনি বাসায় পড়ে আছে, পছন্দও নয় তেমন সেগুলোর ক্ষেত্রে অযাচিত আবেগ ধরে রাখার কোনো মানে নেই”- বলেন গিল।
হতে পারে সেটা পোশাক, ঘর সাজানোর সামগ্রী বা অন্য কিছু। এই ধরনের অপছন্দনীয় উপহার দান করে দেওয়া যায় অনায়াসে।
আরও পড়ুন
ঘরের জঞ্জাল পরিষ্কার করার সহজ নিয়ম
যেসব কারণে ঘর দেখতে অগোছালো লাগে