এমন অনেক কাজ আছে যা গ্রীষ্মকালে করলে উল্টো ত্বকের ক্ষতি হয়।
Published : 22 Apr 2021, 07:34 PM
তাই এই বিষয়ে সচেতন থাকা জরুরি।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কয়েকটি রূপচর্চা সম্পর্কে জানানো হল যা গ্রীষ্মকালে করা হলে হিতে বিপরীত হতে পারে।
‘লেজার হেয়ার রিমুভাল’: এই পদ্ধতিতে ত্বকের মেলানিন বা লোমের রঞ্জক পদার্থের ওপর ‘লেজার’ ব্যবহার করা হয়। ত্বক যদি রোদপোড়া হয় আর সেখানে লেজার লাইট ব্যবহার করা হলে আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
‘থ্রেডিং’: ‘থ্রেডিং’য়ের কারণে ত্বকে ঘর্ষণের সৃষ্টি হয় এবং গোড়া থেকে লোম তুলে ফেলার কারণে জ্বলুনি ও অস্বস্তি হয়। আর ঘাম এই পরিস্থিতিকে আরও বাজে করে। তাই গরমকালে ‘থ্রেডিং’ বাদ দিয়ে বরং শন ব্যবহার করে অথবা চিনির ‘ওয়াক্সিং’ করতে পারেন।
পেডিকিউর ও ম্যানিকিউর: গ্রীষ্মকালে ঘন ঘন পেডিকিউর ও ম্যানিকিউর না করাই ভালো। এই সময়ে পায়ের নখ মোটামোটি পরিষ্কারই থাকে। ঘন ঘন নখ পরিষ্কার করতে গেলে ক্ষতের সৃষ্টি হতে পারে। যা পরে অ্যালার্জি ও সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, গরমে ঘাম বেশি হওয়ার কারণে সংক্রমণের মাত্রা গুরুতর হতে পারে।
আরও পড়ুন: