গরমে পুরুষের ত্বকের যত্ন

ত্বক পরিচর্যার বিষয়ে পুরুষরা বরাবরই উদাসীন। তবে সাধারণ কিছু যত্ন না নিলে হতে পারে ত্বকের ক্ষতি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 11:43 AM
Updated : 10 July 2019, 12:46 PM

রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমে পুরুষের ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

ফেইস ওয়াশ: অনেকেই নিয়মিত ফেইস ওয়াশ ব্যবহার করেন না। তবে এই গরমে ত্বক পরিষ্কার রাখতে দিনে অন্তত একবার ফেইস ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত। এতে লোমকূপ পরিষ্কার থাকে। খুব বেশি ব্যস্ত দিন কাটালে দুবারও ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা ভালো। এতে কোনো ক্ষতি নেই।

ফেইস ওয়াইপ্স: রোদে বাইরে থাকলে ত্বক পরিষ্কার রাখতে ফেইস ওয়াইপ্স হল সহজ সমাধান। এটা ঘাম ও তেল দূর করতে সাহায্য করে। নিজের ত্বকের ধরন ও প্রয়োজন বুঝে ফেইস ওয়াইপ্স ব্যবহার করা ভালো।

মুখ ঢেকে রাখা: কাজের প্রয়োজনে যদি ব্রোদে বাইরে যেতেই হয় তাহলে যতটা সম্ভব নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন। হাফ-হাতা টি-শার্টের বদলে ফুল হাতা পোশাক পরুন। এতে কিছুটা অস্বস্তি লাগলেও ত্বক ভালো থাকবে। আর বাইরের যাওয়ার সময় কোনোভাবেই সানব্লক লাগাতে ভুলবেন না।

আর্দ্র থাকুন: গরমে নিজেকে আর্দ্র রাখাটা জরুরি। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ময়েশ্চারাইজার ব্যবহার না করতে ত্বক তেল উৎপাদন শুরু করবে ফলে দেখতে বেশি চিটচিটে লাগে।

ছবির প্রতীকী মডেল: সৈকত। ছবি: কাওসার আহমেদ।

আরও পড়ুন