এড়িয়ে চলুন পুরুষের পণ্য

অনেক নারী পুরুষদের জন্য বরাদ্দ করা পারফিউম ব্যবহার করতে পছন্দ করেন অথবা বেছে নেন ছেলেদের রেইজর। তবে এই অভ্যাস ত্যাগ করতে হবে নিজের ত্বকের সুরক্ষার্থেই।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2016, 11:45 AM
Updated : 13 March 2016, 11:45 AM

লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে পুরুষদের জন্য বরাদ্দ অনুষঙ্গ ব্যবহারে ক্ষতিকর দিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সেখানে জানানো হয়, ছেলেদের সুগন্ধির গন্ধ পছন্দ করেন অনেক মেয়ে। তাই ছেলেদের পারফিউম বেছে নেন অনেকেই। অন্যদিকে শরীরের অবাঞ্ছিত লোম দূর করতেও অনেকে ছেলেদের রিইজর পছন্দ করেন কারণ তা তুলনামূলক ধারালো হয়ে থাকে।

এসব ক্ষেত্রে প্রতক্ষ্যভাবে না হলেও টানা ব্যবহারে ত্বকের জন্য ক্ষতিকর হয়।

ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা. গীতা ওবেরয় বলেন, “পুরুষদের ত্বকের গঠন নারীদের তুলনায় অনেকটাই আলাদা। কারণ দুই লিঙ্গের শরীরে হরমোনের ভিন্নতা রয়েছে। আর এর প্রভাব পড়ে ত্বকে। সাধারণত পুরুষদের ত্বক মেয়েদের তুলনায় প্রায় ৩০ শতাংশ পুরু হয়ে থাকে।”

 “তাই পুরুষদের ব্যবহারের জন্য সকল প্রসাধনী তাদের ত্বকের অবস্থা বিবেচনা করেই তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের জন্য তৈরি গ্রুমিং পণ্যগুলো মেয়েদের ত্বকের জন্য রুক্ষ হয়ে থাকে। ব্যবহারের পরপরই এর প্রভাব বোঝা না গেলেও দীর্ঘদিনের ব্যবহারে নারীর ত্বকের দ্রুত অবনতি লক্ষ করা যায়। এমনকি অসময়ে ত্বক বুড়িয়ে যেতে পারে। পাশাপাশি ত্বকে কালচে ছোপ পড়ার সমস্যাও হকতে পারে।” এমনটাই বলেন গীতা।

তাই প্রসাধনী ব্যবহারে ক্ষেত্রে 'লিঙ্গ বৈষম্য’ মেনে চলাই ভালো।