পোশাক কিনে নতুন গাড়ি ও মটরসাইকেলসহ ১০০১টি পুরস্কার জয়ের ব্যবস্থা করেছে ব্লু ড্রিম প্রতিষ্ঠান।
Published : 15 Mar 2025, 03:03 PM
পোশাক ব্র্যান্ড ‘ব্লু ড্রিম’ ঈদ উপলক্ষ্যে নতুন ফ্যাশন ট্রেন্ড ও আকর্ষণীয় পোশাকের সংগ্রহ উন্মোচন করেছে।
ঈদের সময় গরম আবহাওয়াকে বিবেচনায় রেখে আরামদায়ক, হাল ফ্যাশনের ধারায় পোশাক তৈরি করেছে দেশীয় এই ফ্যাশন ব্র্যান্ড।
আধুনিক নকশা ও উন্নত মানের কাপড়ের সংমিশ্রণে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সামর্থ্য ও পছন্দের কথা মাথায় রেখে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া রয়েছে ‘এক্সক্লুসিভ’ পোশাকের বিশেষ সংগ্রহ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ঈদ উপলক্ষ্যে ‘ব্লু ড্রিম’ একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে, যেখানে ক্রেতারা যে কোনো পণ্য কিনে অংশ নিতে পারবেন আকর্ষণীয় লটারি ড্র’তে।
বিজয়ীরা পেতে পারেন নতুন গাড়ি, মটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ‘গোল্ড রিং’সহ ১০০১টি পুরস্কার।
১৬ বছর ধরে দেশের পাইকারি পোশাক রপ্তানিকারক হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। দাবি করা হয়, এটি বাংলাদেশের প্রথম ‘আইএসও’ সার্টিফায়েড ফ্যাশন ব্র্যান্ড, যারা দেশের ৬৪টি জেলা ছাড়াও বিশ্বের ৫৩টি দেশে পোশাক রপ্তানি করছে।