ফ্যাশন শো, কনসার্ট ছাড়াও থাকছে বিভিন্ন উদ্যোক্তাদের বৈচিত্র্যময় পণ্য সংগ্রহের সুযোগ।
Published : 11 Jun 2024, 07:48 PM
গত বছরের সাফল্যের পর বাংলাদেশের ফ্যাশনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪।
এই উপলক্ষ্যে ১১ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে আর্কার আয়োজকরা জানান, রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে এই ‘ফ্যাশন উইক’ চলবে ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের পক্ষে দেওয়ান সাজিদ আফজাল, আয়োজক কমিটির পক্ষে শেখ সাইফুর রহমান ও অমিয়া খন্দকার এবং আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ ছাত্তার।
গতবারের মতো, এবারও আর্কা স্টুডিও ডিজাইনার ও ব্র্যান্ডদের সমান সুযোগ নিশ্চিত করছে বলে জানানো হয়।
আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য তুলে ধরে আর্কা পক্ষ থেকে আরও জানানো হয়- পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নতি হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই এই আয়োজন। পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখার সাথে ফ্যাশন এবং টেক্সটাইল শিল্পের এই বিবর্তন দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।
সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নিচ্ছে- ট্রাইবাল ক্র্যাফটস, ইন্দুবালা, ব্লুবাটন লাইফস্টাইল, নায়িকা, নারী, স্ট্রাইড ফ্যাশন ওয়্যার, গ্লি, ফার্নাজ, রেণুবালা-সহ প্রায় ৮০টির মতো উদ্যোক্তা প্রতিষ্ঠান।
যেখান থেকে আগত দর্শনার্থীরা বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা লাভ করতে পারবেন। থাকছে ডিজাইন ল্যাব- যেখানে নিজস্ব নকশায় পোশাক বা অনুষঙ্গ তৈরির ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী দিনে বিশেষ আয়োজন হিসেবে রাখা হয়েছে টাঙ্গাইল তাঁত প্রদর্শনী। আরও থাকবে সেমিনার, ফ্যাশন রানওয়েসহ নানান কর্মকাণ্ড।
এই উদ্যোগে সাত উদীয়মান শিল্পীকে তাঁত সম্প্রদায়ের সাথে যুক্ত করে একটি সহযোগিতামূলক প্রদর্শনী তৈরি করা হচ্ছে যা টাঙ্গাইল তাঁতের গভীর ইতিহাস, বর্তমান শৈল্পিক অনুশীলন এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো প্রদর্শন করবে।
নওশিন খাইর, এসকে.সাইফুর রহমান, তাহসিন এন চৌধুরী এবং জুয়েল এ.রবের পরিচালনায় এই উদ্যোগের ফলাফল ফ্যাশান উইকের প্রদর্শিত হবে।
আয়োজন চলাকালে প্রতিদিন দুপুরে থাকছে ফ্যাশন ভিত্তিক নানান সেমিনার। আর সন্ধ্যার পর থাকবে কনসার্ট।
আড়াইশ টাকার টিকিটে বিনিময়ে মেলা প্রাঙ্গন উপভোগ করা যাবে।