সেমিনারের বিষয়বস্তু ছিল ‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন ডেন্টাল অনকোলজি’।
Published : 12 Dec 2024, 04:43 PM
দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য সুরক্ষায় পেশাগত অভিজ্ঞতা, গবেষণা ও অগ্রগতির কথা আদান প্রদানের লক্ষ্যে আয়োজিত হয় ডেন্টাল অনকোলজি সেমিনার।
‘ব্রিজিং দ্য গ্যাপ: ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন ডেন্টাল অনকোলজি’- এই বিষয়বস্তুর মাধ্যমে দেশ বিদেশের পেশাদার দন্ত চিকিৎসক, শিক্ষার্থী, ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েশন প্রশিক্ষণার্থীরা এই সেমিনারে অংশ নেয় বলে বিজ্ঞপ্তিতে জানায় সেমিনারের আয়োজক সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল (এইচডিসিঅ্যান্ডএইচ)।
১০ ডিসেম্বর আয়োজিত এই সেমিনারে অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন- এফএইচইএসআর’য়ের সভাপতি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ। সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল’য়ের প্রধান ড. নুরুল আমিন, একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদ-উজ-জামান, সায়েন্টিফিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আসিফ খান। নেপালের ‘হেড অ্যান্ড নেক রিকনস্ট্রাকশন সার্জন’ ড. বাজরাং প্রসাদ শাহ ও ভারতের ড. শক্তি সিং দেওরা এবং বাংলাদেশের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ড. মৌসুমী ইকবাল।
আয়োজকদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল এফআরডিএইট- ফেসিও-ম্যাক্সিলারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হাব, ইডিইউসিএএন, নেপাল ক্যান্সার ফাউন্ডেশন, এশিয়ান হেড অ্যান্ড নেক ক্যান্সার ফাউন্ডেশন এবং টুথ কেয়ার।