Published : 25 Jul 2023, 06:42 PM
সুন্দরভাবে মেইকআপ করার পর যদি হাতের মোবাইল, পোশাক বা অন্যত্র ছড়িয়ে পরে তাহলে দেখতে যেমন খারাপ লাগে তেমনি অস্বস্তি সৃষ্টি হয়।
তবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সঠিক সরঞ্জামের সঠিক ব্যবহারের মাধ্যমে।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে মার্কিন রূপ বিশেষজ্ঞ ড্যানিয়েল কোহেন বলেন, “মেইকআপ স্থায়ী করার প্রস্তুতির বিষয়টা শুরু হয় ফাউন্ডেশন ব্যবহারের আগের ধাপ থেকে।”
প্রথমে প্রাইমার ব্যবহার
মেইকআপ শুরু করার আগে ত্বক পরিচর্যা করে নিতে হবে। দিনের বেলা অবশ্যই সানব্লক ব্যবহার করতে হবে। এরপর ফাউন্ডেশন ব্যবহারের আগে প্রাইমার ব্যবহার করে মসৃণ ভিত্তি তৈরি করে নিতে হবে।
মেইক আপ স্থায়ী ও মসৃণ করার জন্য প্রাইমার ব্যবহার জরুরি। এতে লোমকূপ সমতল, তেল নিয়ন্ত্রিত, আর্দ্রতা রক্ষা, দূষণ থেকে সুরক্ষিতসহ নানান ধরনের উপকার পাওয়ায় যায়।
দীর্ঘস্থায়ী হয় এমন ফর্মুলা ব্যবহার
সাধারণত, উজ্জ্বল, তৈলাক্ত ফাউন্ডেশন ব্যবহার করে মেইকআপের ভিত্তি তৈরি করা বেশ কঠিন। আর সহজেই স্থানান্তরিত হয়। এর পরিবর্তে দীর্ঘস্থায়ী ফর্মুলায় তৈরি কম তেলযুক্ত ফাউন্ডেশন ব্যবহার ভালো। এগুলো ত্বকে স্থায়ী হয়, ফেটে যায় না এবং অনেকক্ষণ অক্ষত অবস্থায় থাকে।
সঠিক উপায়ে মেইকআপ ব্যবহার করা
মেইকআপ ব্যবহারের ধাপে অবশ্যই ধারাবাহিকতা রাখতে হবে। ফেউন্ডেশন ব্যবহারের পরে ‘সেটিং পাউডার’ দিয়ে এর ভিত স্থায়ী করে নিতে হবে। মেইকআপ সেট করার পরে কোনোভাবেই এর ওপরে তরল বা ক্রিম ভিত্তিক পণ্য ব্যবহার করা যাবে না।
মেইকআপের স্থায়িত্ব বাড়াতে একবারেই তা সেট করে নিতে হবে, এতে মেইকআপ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে।
পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করা
মেইকআপ দীর্ঘস্থায়ী করতে তা সেট করা জরুরি। ‘লুস পাউডার’ তেল শুষে নেয় এবং সারাদিন মেইকআপ সঠিক স্থানেই রাখে।
অন্যদিকে, ‘প্রেসড পাউডার’ চেপে চেপে ব্যবহার করা হয় এবং পুনরায় ব্যবহার করা যায় যা বাড়তি সুরক্ষা দেয় এবং ত্বকের রংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় মেইকআপে নিখুঁতভাব ফুটে ওঠে।
দুই পন্থাতেই মেইকআপ স্থানান্তর প্রতিরোধ করে। তাই নিজের পছন্দমতো উপায় বাছাই করে নেওয়া যায়।
প্রেস-আন্ড-রোল পন্থা
একটা টিস্যু হাতে নিয়ে হালকাভাবে ত্বকে চাপ দিয়ে ঘুর্ণায়মান গতিতে ব্যবহার করতে হবে। এটা ত্বকের উপরিভাগের বাড়তি মেইকআপ শোষণ করে। ফলে কাপড় বা অন্য কোথাও মেইকআপ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি কমে।
সেটিং স্প্রে ব্যবহার
মেইকআপ শেষ করার পরে ত্বকে ‘সেটিং স্প্রে’ ব্যবহার করতে হবে। এতে ত্বকে ব্যবহৃত পণ্যগুলো ছড়িয়ে যাবে না। আর মেইকাপের প্রতিটা ধাপ সম্পন্ন করার পর স্প্রে ব্যবহারে মেইকআপকে সর্বোচ্চ স্থায়িত্ব দিতে পারে।
আরও পড়ুন