লাল লিপস্টিক ব্যবহারের কৌশল

লাল রংয়ের লিপস্টিক ব্যবহারের সময় সাজগোজের অন্যান্য বিষয়গুলো একটু মাথায় রাখতে হয়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 10:24 AM
Updated : 25 Nov 2019, 10:24 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে লাল লিপস্টিক ব্যবহারে আনুষাঙ্গিক সাজগোজের কয়েকটি ধাপ সম্পর্কে জানানো হল।

- প্রতিদিন ত্বক পরিষ্কার রাখার নিয়ম মেনে চলতে হবে।

- ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন।

- মুখের ত্বকে লোমকূপ সংকুচিত করে এমন প্রাইমার ব্যবহার করুন।

- মুখ ও গলায় তরল ফাউন্ডেশন মাখুন।

- উন্নত আই ভ্রু পেন্সিল দিয়ে ভ্রু ভরাট করে নিন।

- মুখের উঁচু অংশ, যেমন-গালের হাড়, কপাল, ভ্রু, নাক ইত্যাদি অংশে সোনালি রংয়ের হাইলাইটার ব্যবহার করুন।

- মেটালিক সোনালি আই শ্যাডো চোখের ওপরের অংশে দিন।

- চোখের ওপর ও নিচের পাতায় চকচকে বাদামি রংয়ের আই শ্যাডো লাগান। 

- চোখের পাপড়িতে বেশি করে মাশকারা লাগান।

- মেহগনি লাল রংয়ের লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন।

- ক্রিম ভিত্তিক কমলাটে লাল রংয়ের লিপস্টিক বেছে নিন।

- সব শেষে মুখে সেটিং স্প্রে ব্যবহার করুন। মেইকআপ স্থায়ী হবে।

ছবি: রয়টার্স।

আরও পড়ুন