১৯১৬ সালে নেইথান হ্যান্ডওয়ের্কার ‘নেইথান’স হটডগ’ রেস্তোরাঁ প্রতিষ্ঠার পর থেকে, প্রতি বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্ক’য়ের কনি আইল্যান্ডে পালিত হয়ে আসছে ‘নেইথান’স ফেইমাস ফোর্থ অফ জুলাই ইন্টারন্যাশনাল হট ডগ ইটিং চ্যাম্পিয়নশিপ’। ৪ জুলাই আয়োজিত এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ মিনিটে ৬২টি হট ডগ ও বনরুটি খেয়ে প্রথম স্থান অক্ষুণ্ণ রেখেন জোয়ি চেস্টনাট। যদিও ২০২১ সালে নিজের গড়া ৭৬টি হট ডগ খাওয়ার রেকর্ড এবার ভাঙতে পারেননি। অন্যদিকে নারীদের বিভাগে নবমবারের মতো জয়ী হয়েছেন মিকি সুডো। আর তিনিও আগেরবার ৪৮.৫টি হট ডগ খাওয়ার রেকর্ড ভাঙতে না পারলেও এবারে ১০ মিনিট সাবাড় করেছেন ৩৯.৫টি হট ডগ ও বনরুটি।
Published : 11 Jul 2023, 11:22 AM