রং করা চুল বিবর্ণ করে দেয় কড়া প্রসাধীন।
Published : 28 Aug 2023, 05:01 PM
চুলের রং বহুদিন ধরে রাখার উপায়পছন্দের রং করা চুল দেখতে ভালো লাগে। তবে সঠিক যত্নের অভাবে বিবর্ণ হয়ে যেতে পারে।
তখন দেখতে বাজে লাগে মনটাও খারাপ হয়। রং করা চুল ভালো রাখার যত্ন সম্পর্কে জানা প্রয়োজন।
এই বিষয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘জেসিবি স্যালন্স প্রা. লি.’য়ের সৃজনশীল পরিচালক সোনালি ভিমানি রং করা চুলে কী করা যাবে আর কী করা যাবে না- সে সম্পর্কে ধারণা দেন।
করণীয়
রং করা চুলের জন্য তৈরি এমন উন্নত মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উপকারী। এতে এমন উপকরণ ব্যবহার করা হয় যা চুলের রংয়ের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।
চুল ধোয়ার জন্য ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। গরম পানি চুলের রং ও প্রাকৃতিক তেল নষ্ট করে অল্প সময়ে চুল বিবর্ণ করে ফেলে।
সূর্যের অতিবেগুনি রশ্মি রং হালকা করে দেয়। ইউভি প্রতিরক্ষা সম্পন্ন চুলের প্রসাধনী ব্যবহার, টুপি পরা বা দীর্ঘ সময় সূর্যালোক এড়িয়ে চলা রং করা চুলের জন্য উপকারী।
চুল গভীর থেকে কন্ডিশনিং করলে রং ও আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। ফলে চুল সুস্থ থাকে। রং করা চুল অধিক ছিদ্রযুক্ত যা সহজেই ভেঙে যায়। তাই আর্দ্রতা ধরে রাখা জরুরি।
চুলের রং ধরে রাখতে চাইলে নিয়মিত স্যালনে গিয়ে ‘টাচ আপ’ করাতে হয়। পুনরায় রং করা চুলের মলিনভাব ও অসামঞ্জস্যতা দূর করতে সহায়তা করে।
যা করা যাবে না
ঘন ঘন চুল ধুলে রং হালকা হয়ে যায়। আর প্রাকৃতিক তেলও শুষে নেয়। একদিন পর পর বা কম চুল ধোয়া এবং এর মাঝের সময়ে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা উপকারী।
সালফেট ও অ্যালকোহল সমৃদ্ধ- এরকম কড়া পণ্য চুলের জন্য, বিশেষ করে রং করা চুলের জন্য ক্ষতিকর। এতে চুল শুষ্ক ও বিবর্ণ হয়ে পড়ে। তাই প্রসাধনী কেনার আগে উপকরণের তালিকা পড়ে নিতে হবে।
তাপীয় স্টাইলিং যন্ত্র চুলের রংয়ের ক্ষতি করতে পারে। তাই চুল কোঁকড়া বা স্ট্রেইট করতে তাপীয় যন্ত্র ব্যবহার এড়িয়ে চলতে হবে।
ক্লোরিনযুক্ত পানি চুলের রং হালকা ও বিবর্ণ করে দেয়। চুল ভিজিয়ে ‘লিভ ইন কন্ডিশনার’ মেখে সুইমিংপুলে সাঁতার কাটতে যাওয়া নিরাপদ।
রং করা চুলে চাই কিছুটা বাড়তি যত্ন। তাই ওপরের তথ্যগুলো মাথায় রেখে চুলের যত্ন নিলে দীর্ঘদিন চুলের রং ও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন